বিএনপি'র সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, নিখোঁজ জৌষ্ঠ নেতা, সাবেক দুই বারের এমপি ও সিলেট জেলা সভাপতি
বিপ্লবী বাংলার ইতিহাস খ্যাত জননেতা এম ইলিয়াস আলীর ছোটভাই এম আছকির আলী আজ গণমাধ্যম এক প্রেস বার্তা পাঠিয়ে দ্বাদশ সংসদ নির্বাচন সমগ্র সিলেটবাসীকে বর্জনের আহবান জানিয়েছেন ।
"বিসমিল্লাহির রাহমানির রাহিম" আমার প্রাণের সংগঠন
ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি ও অঙ্গসংগঠন এবং সম্মানিত প্রিয় বিশ্বনাথ, ওসমানীনগর, বালাগঞ্জ তথা সিলেটবাসী, আসসালামু আলাইকুম l বাংলাদেশ আজ এক চরম ক্লান্তিকাল অতিক্রম করছে l ন্যায় বিচার, মানবতা, গণতন্ত্র, মানুষের বাক স্বাধীনতা সমস্ত কিছুই এখানে আজ লাঞ্ছিত, উপেক্ষিত l মানুষ দিশেহারা, গোটা জাতি কারারুদ্ধ,গুম অবরুদ্ধ l এমত অবস্থায় আগামী ৭ ই জানুয়ারি ২০২৪ নির্বাচন নামক প্রহসনের একটা সার্কাস অনুষ্ঠিত হতে যাচ্ছে l
আমি এই অঞ্চলের সকল পেশার জনগণের কাছে মা- ভাই-বোনদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি , মহান সৃষ্টিকর্তার দোহাই দিয়ে অনুরোধ করছি , দয়া করে আপনারা এই প্রহসনের সার্কাসে নিজেদেরকে সম্পৃক্ত করে কলুষিত করবেন না l আপনারা এই প্রহসনের নির্বাচন সার্কাস বর্জন করুন, ভোটকেন্দ্র যেতে বিরত থাকুন l মনে রাখবেন, অন্যায় যে করে, অন্যায় যে সহে এবং অন্যায়কে যে সহায়তা করে সে সমভাবে দোষী l তাই আপনারা সহজ-সরল নিষ্পাপ মানুষেরা এই সমস্ত দোষের ভাগীদার হতে নিজেদেরকে সম্পৃক্ত করতে বিরত থাকুন l একজন মজলুম নিখোঁজ ইলিয়াস আলী পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি🙏 আপনাদের প্রিয় সন্তান এম ইলিয়াস আলী'র প্রিয় সিলেটবাসী বিশেষ করে বিশ্বনাথ ও ওসমানীনগর বাসী l ইলিয়াস আলীর প্রতি যদি আপনাদের ন্যূনতম দরদ থেকে থাকে, ইলিয়াস আলী যদি এই অঞ্চলের মাটি ও মানুষের জন্য ন্যূনতম কিছু করে থাকেন তাহলে আপনাদের বিবেকের ঘন্টা ধ্বনির কাছে আমার উদাত্ত আহ্বান এবং আকুল আবেদন,আপনাদের বিবেককে জাগ্রত করুন l দয়া করে আপনারা ভোটকেন্দ্রে যাবেন না, ভোট বর্জন করুন এবং সুবিধাবাদী, অসাধু অকৃতজ্ঞ মহিবুর রহমানকে ভোটদানে বিরত থাকবেন l❌ বিশ্বনাথ বাসীর কলঙ্ক মহিবুর রহমান সহ বিশ্বনাথ ওসমানীনগর নির্বাচনী এলাকায় যে সকল প্রার্থী রয়েছেন তাদেরকে ভোটদানে বিরত থাকুন এবং ভোট বর্জন করুন l
আমি প্রত্যাশা রাখছি বাংলাদেশে ন্যায়বিচার, মানবতা, গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আপনারা এই ভোট নামক সার্কাস কে বর্জন করে মানব মুক্তির মিছিলে নিজেদেরকে সম্পৃক্ত রাখবেন l ইন শাহ আল্লাহ সত্য এবং ন্যায়ের জয় হবেই, হবে l মজলুম ইলিয়াস আলী কে সুস্থ ও অক্ষত অবস্থায় ফিরে পাবার লক্ষ্যে তাকে আপনাদের দোয়া'য় শরিক রাখবার জন্য বিনম্র অনুরোধ করছি l আপনাদের সকলের মঙ্গল কামনায়
নিখোঁজ এম ইলিয়াস আলী পরিবারের পক্ষে আপনাদেরই এম আসকির আলী l
৬ ঘন্টা ৪ মিনিট আগে
১০ ঘন্টা ৫১ মিনিট আগে
৭ দিন ১০ ঘন্টা ৫৮ মিনিট আগে
৯ দিন ৩ ঘন্টা ৮ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ২২ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৩৫ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৩৬ মিনিট আগে
১১ দিন ৩ ঘন্টা ৪৪ মিনিট আগে