ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদে পশুর হাটে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
রোববার দুপুরে নেকমরদের পশুর হাটে সামনে দাড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয় এলাকাবাসী ও গরু-ছাগল ব্যবসায়ীরা৷
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন, পশুর হাটের ইজারাদারেরা ক্রেতাদের শোষণ করছেন৷ প্রতি গরুতে ২৩০ টাকা লেখাই নেওয়ার কথা থাকলে নেওয়া হয় ৪০০ টাকা, আর প্রতি ছাগলে ৯০ টাকা নেওয়ার কথা থাকলেও নেওয়া হয় ১৫০ টাকা৷ অবিলম্বে সরকারি নিয়ম অনুযায়ী লেখাই নেওয়ার পাশাপাশি অতিরিক্ত টোল আদায়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তারা৷
এ বিষয়ে পশুর হাটের কোন ইজারাদার গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি৷
অতিরিক্ত টোল আদায়ের বিষয়ট সম্পর্কে জানতে চাইলে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকারনাইন বলেন, অতিরিক্ত টোল আদায়ের কোন সুযোগ নেই৷ কেউ নিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
২৮ দিন ১৬ ঘন্টা ১২ মিনিট আগে
২৯ দিন ১৯ ঘন্টা ২২ মিনিট আগে
৪০ দিন ১৩ ঘন্টা ৪১ মিনিট আগে
৫২ দিন ১৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫৪ দিন ১৯ ঘন্টা ২ মিনিট আগে
৬৬ দিন ১৯ ঘন্টা ১৩ মিনিট আগে
৭২ দিন ২৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
৮৩ দিন ১ ঘন্টা ৩২ মিনিট আগে