ঠাকুরগাঁওয়ে এক কৃষকের দশ কাঠা বোরো ধান কেটে বাড়িতে পৌছে দিলেন জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
মঙ্গলবার সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকারের নেতৃত্বে কৃষক রফিকুল ইসলামের ধান কেটে বাড়িতে পৌছে দেন তারা৷ কেন্দ্রের নির্দেশনা ও কৃষকের পাশে দাড়াতে পেরে খুশি নেতা-কর্মীরা৷ কৃষিতে সহায়তা পেয়ে খুশি কৃষক৷
কৃষক রফিকুল ইসলাম বলেন, শ্রমিক দিয়ে ধান কাটার মত আমার সক্ষমতা ছিলনা। আজকে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমার পাশে দাড়ালো। আমি তাদের কাছে ঋণী হয়ে থাকলাম।
জেলা ছাত্রলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এস এম নিউমুন বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ও জেলা ছাত্রলীগের নেতৃত্বে আমরা কৃষকের ধান কেটে দিয়ে বাড়িতে পৌছে দিয়েছি৷ এমন একটা মহৎ উদ্যোগের সাথে থাকতে পেরে বেশ ভালো লাগলো৷
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমুন সরকার বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা আমাদের সব নেতা ও কর্মীদের খবর রাখতে বলেছিলাম কৃষকের পাশে দাড়ানো জন্য৷ সেই ধারাবাহিকতায় যখন আমরা রফিকুল চাচার খবর পায় তার সাথে মুঠোফোনে যোগাযোগ করি৷ তিনি তার ধান ক্ষেত কাটা নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। আমরা আশ্বস্ত করি। আজ জেলার নেতাকর্মীরা মিলে তার জমির ধান কেটে বাড়িতে পৌছে দিয়েছি। এ কর্মসূচিটি আমাদের শুরু হয়েছে। ছাত্রলীগের নির্দেশনা ও কৃষকের স্বার্থে অব্যহত থাকবে৷
এ সময় আরো জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাব্বী, ছাত্রলীগ নেতা আবু সাঈদ, নুরুজ্জামান, আবু নওসাম, সোহানুর সুবহানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন৷
২৮ দিন ১৬ ঘন্টা ১২ মিনিট আগে
২৯ দিন ১৯ ঘন্টা ২২ মিনিট আগে
৪০ দিন ১৩ ঘন্টা ৪১ মিনিট আগে
৫২ দিন ১৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
৫৪ দিন ১৯ ঘন্টা ২ মিনিট আগে
৬৬ দিন ১৯ ঘন্টা ১৩ মিনিট আগে
৭২ দিন ২৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
৮৩ দিন ১ ঘন্টা ৩২ মিনিট আগে