ছেঁড়া খাতার গান
প্রভাষক মোঃ সোহেল রানা
আমার জলে হয় না নামা
অন্য জলে ভাসো
গহীন গাঙে ঢেউ তুলেছ
মনের রঙে হাসো
তোমার ঘরে আমার ছায়া
পড়ে না আর ঝুঁকে
বাউলা টানে কোকিল ডাকে
তীর বিঁধে যায় বুকে
বিনোদিনী ওগো রাধে
রাতের ঝড়ে এসো
পাগলা কানুর কাছে বসে
প্রেমের গানে ভাসো
রাধার রূপে মন ভেঙেছে
একলা কানু পথে
বাদল দিনের কদম ভিজে
রাধা নাইরে সাথে
রাধা করে জীবন গেলো
পাগলা মনের টান
রাধা আমার আঁধার বাতি
বাউলা মনের গান
১৪ দিন ১৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
১৫ দিন ২১ ঘন্টা ৪৪ মিনিট আগে
২৬ দিন ১৬ ঘন্টা ৩ মিনিট আগে
৩৮ দিন ২২ ঘন্টা ১ মিনিট আগে
৪০ দিন ২১ ঘন্টা ২৪ মিনিট আগে
৫২ দিন ২১ ঘন্টা ৩৬ মিনিট আগে
৫৯ দিন ২ ঘন্টা ৭ মিনিট আগে
৬৯ দিন ৩ ঘন্টা ৫৪ মিনিট আগে