শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন গণতন্ত্রের ইতিহাসে মাইলফলক জয়পুরহাটে আন্তর্জাতিক দাবা টুর্নামেন্ট- ২০২৪ এর শুভ উদ্বোধন কালকিনি,মাদারীপুরে ৮ ম শ্রেনী পড়ুয়া কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার। পত্নীতলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত। ঝিনাইগাতী উপজেলা পরিষদসহ বিভিন্ন দপ্তর পরিদর্শন করলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম ইন্টারনেটের গতিতে দুই ধাপ এগোলো বাংলাদেশ মালয়েশিয়ায় জনশক্তি প্রেরণ বন্ধ হবে না, আশা প্রতিমন্ত্রীর গ্রামীণ মানুষের সুবিধায় তৃণমূল থেকে উন্নয়ন হচ্ছে: প্রধানমন্ত্রী কুমিল্লা চৌদ্দগ্রামে বাতিসা বসন্তপুরে যাত্রীবাহী বাস উল্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৫ আহত ১৫ গাজায় নিজেদের গুলিতে পাঁচ ইসরাইল-সেনা নিহত মেট্রোরেলের ভাড়ায় পূর্ণ হারেই ভ্যাট বসছে জুলাই থেকে কুমিল্লার চৌদ্দগ্রামে বাস খাদে পড়ে নিহত ৫, আহত ১৫ শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ তরুণদের প্রতি মহানবীর বিশেষ নির্দেশনা অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকায় আরেক ভয়াবহ পার্শ্বপ্রতিক্রিয়া শনাক্ত টাইমস হায়ার এডুকেশন রাঙ্কিং এ দেশসেরা খুবি জলদস্যু থেকে মুক্তি পাওয়া সালেহ আহমেদ এর সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় হাজী মোহাম্মদ মানিক শৈলকুপা রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন সভাপতি আলমগীর অরণ্য , সাধারণ সম্পাদক টিটো মিজান ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত এক মহিলা কেতকী বাড়ী বাজারে নবনির্বাচিত চেয়ারম্যান

ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ

কানাডার ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ নিয়ে স্নাতকে পড়ার সুযোগ দিচ্ছে ক্যারেন ম্যাককেলিন ইন্টারন্যাশনাল লিডার অব টুমোরো অ্যাওয়ার্ড। যেসব শিক্ষার্থী ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে উচ্চমাধ্যমিক শেষ করেছেন, তাঁরা ২০২২-২৩ শিক্ষাবর্ষে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।


যেসব শিক্ষার্থী নিজ দেশ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে বাইরের দেশে স্কলারশিপ নিয়ে স্নাতক করতে ইচ্ছুক এবং যাঁদের একাডেমিক ফলাফল ভালো, নেতৃত্বদানের দক্ষতা রয়েছে, অন্যান্য শিক্ষার্থী ও সম্প্রদায় পরিষেবায় জড়িত, সেই সব শিক্ষার্থীকে ক্যারেন ম্যাককেলিন ইন্টারন্যাশনাল লিডার অব টুমোরো অ্যাওয়ার্ড স্কলারশিপের মাধ্যমে ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ করে দেয়। 


সুযোগ-সুবিধা

ক্যারেন ম্যাককেলিন ইন্টারন্যাশনাল লিডার অব টুমরো অ্যাওয়ার্ড প্রয়োজন অনুযায়ী স্কলারশিপ দিয়ে থাকে। যেমন স্নাতকে অধ্যয়নরত অবস্থায় টিউশন ফি এবং প্রতিদিনের খরচ মিলিয়ে একটি ভালো মানের অর্থ দেয়। সে ক্ষেত্রে অবশ্যই নিজের ও পরিবারের প্রতিবছর যে আর্থিক আয়ের সনদ এবং পারিবারিক একটি বিনিয়োগপত্রের মাধ্যমে নির্ধারণ করে দিতে হবে। নিজের এবং পরিবারের দ্বারা প্রদত্ত আর্থিক তথ্যের ওপর ভিত্তি করে আপনাকে কত শতাংশ স্কলারশিপ দেওয়া হবে, তা নির্ধারণ করা হয়। 

এই স্কলারশিপ একজন শিক্ষার্থী স্নাতক অধ্যয়নের অতিরিক্ত তিন বছর পর্যন্ত বা ডিগ্রি সমাপ্তির তিন বছর পর্যন্ত নবায়ন করতে পারবেন। তবে অবশ্যই অনুষদে সন্তোষজনক একাডেমিক অবস্থান অর্জন করতে হবে, আর্থিক প্রয়োজন প্রদর্শন করতে হবে এবং আপনার কানাডিয়ান স্টাডি পারমিট (স্টুডেন্ট ভিসা) চালু থাকতে হবে। 


আবেদনের যোগ্যতা


আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে এবং কানাডিয়ান স্টাডি পারমিটে কানাডায় অধ্যয়নে আগ্রহী হতে হবে।

স্বীকৃত উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে পাস হতে হবে।

যে শিক্ষাবর্ষে আবেদন করতে ইচ্ছুক, তার দুই বছর আগে উচ্চমাধ্যমিক শেষ দেখাতে হবে এবং তা জুন মাসের আগে হতে হবে। উদাহরণস্বরূপ, ২০২৩-এর আবেদনকারীদের অবশ্যই জুন ২০২১-এর আগে উচ্চমাধ্যমিক পাস হতে হবে।

প্রথম স্নাতক ডিগ্রির জন্য আবেদন করতে হবে।

উচ্চতর একাডেমিক কৃতিত্ব প্রদর্শন করতে হবে।

আর্থিক প্রয়োজনের একটি স্তর (বিনিয়োগপত্র) প্রদর্শন করতে হবে। না হলে ইউবিসি ডিগ্রি অর্জনে বাধা আসবে।

ইউবিসির ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।

আবেদনের নির্দেশনা

২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য আবেদন এখন বন্ধ রয়েছে। ২০২২-২৩ শিক্ষাবর্ষের আবেদনের জন্য এটি শিগগিরই খুলে দেওয়া হবে।


আন্তর্জাতিক স্কলার প্রোগ্রামে আবেদন করার জন্য অবশ্যই স্কুল/কলেজ দ্বারা মনোনীত হতে হবে এবং স্কুল/কলেজের একজন শিক্ষক থেকে একটি রেফারেন্সপত্র জমা দিতে হবে। ক্যারেন ম্যাককেলিন ইন্টারন্যাশনাল লিডার অব টুমোরো অ্যাওয়ার্ডের জন্য আবেদন জমা দিতে হবে এবং ১৫ নভেম্বরের মধ্যে ইউবিসিতে ভর্তির জন্য অনলাইন আবেদন সম্পূর্ণ করতে হবে। এর সঙ্গে অবশ্যই ৩১ জানুয়ারির মধ্যে UBC ইংরেজি ভাষায় ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।


অনলাইন আবেদন ফরম পেতে ভিজিট করুন তাদের অফিশিয়াল ওয়েবসাইট


আবেদনর শেষ সময়: ১৫ নভেম্বর, ২০২২

Tag
আরও খবর