বানারীপাড়া- নেছারাবাদ (স্বরূপকাঠি) রুটে পুনরায় কলেজ বাস চায় শিক্ষার্থীরা
গড়িয়ারপাড়,মাধবপাশা,গুঠিয়া, নারায়ণপুর,গুয়াচিত্রা,চাখার, রায়েরহাট, বানারীপাড়া ও নেছারাবাদ ( স্বরূপকাঠি) রুটে যাতায়াত করে কলেজ এ নিয়মিত পাঠদান করতে আসতে হয় প্রায় ১০০০ এর মতো শিক্ষার্থীদের কিন্তু এই রুটে যাতায়াত করে কলেজেএ নিয়মিত আসতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। অনেক শিক্ষার্থীর পরিবার আর্থিক সমস্যার সম্মুখীন থাকার কারণে অতিরিক্ত ভাড়া দিয়ে কলেজে উপস্থিত হয়ে নিয়মিত পাঠদান করা সম্ভব হয় না। এই রুটে পূর্বে কলেজ বাস চলাচল করতো পরে ফিটনেস ত্রুটির কারনে বাস চলাচল বন্ধ হয় পূর্বের ন্যায় একটি বাস অতীব জরুরী,যাহাতে শিক্ষার্থীরা নিয়মিত পাঠদান করতে পারে। এমনকি যাদের পরিবারে আর্থিক সমস্যা আছে তারাও নিয়মিত পাঠদান করতে পারবে।
বিএম কলেজের অন্যান্য ৩টি রুটে গৌরনদী ঝালকাঠি ও বাকেরগন্জ বাস চালু থাকলেও বানাড়িপাড়া স্বরুপকাঠি রুটের শিক্ষার্থীরা অবহেলিত।
উল্লেখ্য যে, জাতীয় বিশ্ববুদ্যালয়ের বিধি মোতাবেক ৬০% শ্রেণী কক্ষে উপস্থিত থাকা বাধ্যতামূলক।৬০% এর কম শ্রেণী কক্ষে উপস্থিত থাকলে ইনকোর্স পরীক্ষায় অংশগ্রহণে অযোগ্য বলে বিবেচিত হবে। যার ফলে শিক্ষার্থীদের নিয়মিত ক্লাশে উপস্থিত থাকতে হবে ।
এই বিষয়ে কলেজের অধ্যক্ষের কাছে গেলে তিনি যানান যে বাসের জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে ।
৭০ দিন ২০ ঘন্টা ৪৭ মিনিট আগে
৮৪ দিন ৯ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৬১ দিন ২ ঘন্টা ৩০ মিনিট আগে
১৭৯ দিন ১ ঘন্টা ৫৪ মিনিট আগে
২১১ দিন ৯ ঘন্টা ১৩ মিনিট আগে
২৭০ দিন ৭ ঘন্টা ৪৭ মিনিট আগে
২৮০ দিন ২০ ঘন্টা ৫৬ মিনিট আগে
৪৬৪ দিন ২ ঘন্টা ৫২ মিনিট আগে