গাজীপুরে মহুয়া কমিউটার ট্রেনে আগুন ভ্যান চালককে খুন করে পালানোর সময় ডাকাত গ্রেফতার নন্দীগ্রামে দিগন্ত ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ শিশুসহ আহত-৬ গাইবান্ধায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে হামলাকারীর বিরুদ্ধে মানববন্ধন। বানারীপাড়ায় গোসল করতে নেমে তৃতীয় শ্রেণীর ছাত্রী নিখোঁজ সেনবাগে কর্মরত সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল যুক্তরাষ্ট্র ঢাকাস্থ ঝিনাইগাতী যুব ফোরামের উন্নয়ন সংলাপ ও ঈদ পুনর্মিলনী আদমদীঘিতে যৌথ বাহিনীর অভিযানে বার্মিজ চাকুসহ আটক ১ মিল্লাত অ্যাসোসিয়েশন কিশোরগঞ্জের ঈদ পূনর্মীলনী অনুষ্ঠিত। লালপুর মসজিদের ডিজিটাল সাইনবোর্ডে জয় বাংলা স্লোগান লেখা ফুচকা খেয়ে অভয়নগরে ২১৩ জন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ঈদের ছুটিতে সুন্দরবনে রাশিয়ার রাষ্ট্রদূতসহ দেশী-বিদেশী পর্যটকের ভিড় কুতুবদিয়া সমুদ্র সৈকতে ভ্রমণ পিপাসু মানুষের ঈদ আনন্দ-উচ্ছাস উখিয়ায় মাদক কারবারি ইমাম হোসেন আটক শিক্ষার্থী ও দুরারোগ্য আক্রান্ত ব্যক্তিদের সহায়তা প্রদান চৌদ্দগ্রামে তারেক রহমানের ঈদ উপহার পেলে শহীদ আইয়ুবের পরিবার সাতক্ষীরায় পাটকেলঘাটায় আলামিন ফাজিল মাদ্রাসার ৪০ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ- এর ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, সরকারি বিএম কলেজে আলোচনা সভা সমাবেশ ও র‍্যালী অনুষ্ঠিত।

আজ ২৮/৮/২৩ ইং, রোজ সোমবার, সকাল ১১ ঘটিকায়, মোঃ মহিউদ্দিনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক, এসএম হাসান রাজুর সঞ্চালনায়, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩২ তম  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, সরকারি বিএম কলেজ ক্যাম্পাসের জিরো পয়েন্ট চত্বরে আলোচনা সভা সমাবেশ ও  র‍্যালী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি বিএম কলেজ শাখার সাবেক সভাপতি ও সাবেক কেন্দ্রীয় শূরা সদস্য, হাফেজ মোঃ রেজাউল করিম। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান বাংলাদেশের মানুষ এক অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলছে, সবাই এখন শান্তি চায়, মুক্তি চায়, ছাত্র সমাজ তাদের অধিকার ফিরে পেতে চায়, বর্তমান সময়ে দেশের মানুষ তাদের মৌলিক অধিকারটুকু পাচ্ছেনা। এমতবস্থায় একদল ছাত্র কাফেলা মানুষে অধিকার, ছাত্রদের অধিকার, দেশের ভঙ্গুর অবকাঠামো ঠিক করাসহ দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। তিনি তার বক্তব্যে ছাত্র আন্দোলন প্রতিষ্ঠার ৩২ তম বছরে সংগঠনের অর্জন  তুলে ধরেন। তিনি বলেন,  দেশের যে সেক্টরেই  তাকানো হয় সব ক্ষেত্রেই যেন দূর্নীতির এক মহরা চলছে, এমতাবস্থায় আমাদের ছাত্র সমাজকে সোচ্চার হতে হবে, ছাত্র সমাজ দেশ ও জাতির কল্যানে, মেধাবি শিক্ষার্থীদের সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পতাকা তলে ক্যাম্পাসের সকল ছাত্র ভাইদের যুক্ত হওয়ার আহ্বান জানান এবং তিনি আরো বলেন, ছাত্রদের  নেতৃত্ব তৈরির অন্যতম জায়গা বাকসু, দীর্ঘদিন বাকসু নির্বাচন হচ্ছেনা।অনতিবিলম্বে যেন বাকসু নির্বাচন দেয়া হয় সে জন্য   কলেজ প্রশাসনের নিকট  আহ্বন জানান। 


উক্ত অনুষ্ঠানে  প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ,সরকারি বিএম কলেজ শাখার সাবেক সভাপতি ও  কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মদ আব্দুর রহিম।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, ইসলামি  ইতিহাসের মেধাবী ছাত্র ও বরিশাল মহানগরের সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম, বরিশাল জেলা সাধারণ  সম্পাদক মো: সালাউদ্দিন।


উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারি বিএম কলেজের মজলিশে আমেলার প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ  ইমাম হাসান , দাওয়া সম্পাদক গাজী মুহাঃ সাইদুর রহমান,অর্থ ও কল্যাণ সম্পাদক, মুহাম্মদ আবু বকর বিন আলম,দপ্তর সম্পাদক - হেমায়েত উদ্দিন,  সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক, হান্নান উদ্দিন শাকিল ও আমেলার অন্যতম সদস্য মুহাম্মদ শোয়াইবুর রহমান প্রমুখ 


আলোচনা সভা  শেষে প্রতিষ্ঠা বার্ষিকী  র‍্যালী অনুষ্ঠিত হয়।র‍্যালীটি জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে মূল ভবন হয়ে ক্যাম্পাসের জিরো পয়েন্টে এসে শেষ হয়।


র‍্যালী শেষে দেশের এ ক্রান্তিলগ্নে সকলের জন্য দোয়া করা হয়।


অনুষ্ঠানের সভাপতি মুহাম্মদ মহিউদ্দিন উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানটি শেষ করেন।

আরও খবর