" ভিক্ষাবৃত্তি পরিহার করি, ভিক্ষুক মুক্ত দেশ গড়ি "
এই শ্লোগানে যশোরের অভয়নগরে ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসূচির আওতায় ভিক্ষুকদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গতকাল সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপকরণ বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। এসময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মিনারা পারভীন, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, এপি আহসান কবীর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, পিআইও মুশফিকুর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এএফএম ওয়াহিদুজ্জামান। সমাজসেবা কর্মকর্তা জানান, ২১ জন ভিক্ষুকের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। ১০ জনকে একটি করে নতুন ভ্যান, ৭ জনকে একটি করে ভ্রাম্যমাণ চায়ের দোকানসহ মালামাল, ৩ জনকে ব্যবসায় মালামাল ক্রয়ের জন্য নগদ ৪০ হাজার টাকা ও ১ জনকে তার চায়ের দোকানের জন্য বিভিন্ন উপকরণ প্রদান করা হয়েছে।
৬ দিন ৩ ঘন্টা ২৭ মিনিট আগে
৬ দিন ৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
৭ দিন ২ ঘন্টা ৩১ মিনিট আগে
৯ দিন ২২ ঘন্টা ৪০ মিনিট আগে
১০ দিন ২৩ ঘন্টা ৪০ মিনিট আগে
১১ দিন ২৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
১৩ দিন ২২ ঘন্টা ১৪ মিনিট আগে
১৪ দিন ২২ ঘন্টা ১৮ মিনিট আগে