যশোরের অভয়নগরে দেশি তৈরি একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলিসহ নূরাজ্জামান (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার শ্রীধরপুর ইউনিয়নের শংকরপাশা গ্রামের চৌরাস্তা থেকে তাকে আটক করা হয়। এসময় বাবলা (২৫) নামে তার এক সহযোগি পালিয়ে যায়।
আটক নূরুজ্জামান শংকরপাশা গ্রামের আব্দুল মালেকের ছেলে। তার সহযোগি বাবলা একই গ্রামের মৃত গোলাম সরদারের ছেলে।
শুক্রবার রাত আনুমানিক ৯ টার দিকে বিষয়টি নিশ্চিত করেন, অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ।
তিনি জানান, সন্ত্রাসী ও মাদক বিরোধি অভযান চলাকালে শুক্রবার বিকালে শংকরপাশা গ্রামের চৌরাস্তায় একটি চেকপোস্ট বসানো হয়। সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭ টার দিকে একটি মোটরসাইকেল চেকপোস্ট থেকে কিছুটাু দুরে দাঁড়িয়ে যায়। বিষয়টি সন্দেহজনক হলে পুলিশ এগিয়ে যায়। পুলিশ আসতে দেখে মোটরসাইকেলের চালক তার সহযোগিকে ফেলে রেখে পালিয়ে যায়। এসময় পুলিশ নূরুজ্জামান নামে এক যুবককে আটক করে। পরে তার দেহ তল্লাশী করে দেশি তৈরি একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করে। আটক নূরুজ্জামান ও মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়া তার সহযোগি বাবলার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
খোঁজ নিয়ে জানা গেছে, পলাতক বাবলা শংকরপাশা গ্রামের একজন চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ।
৬ দিন ৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
৬ দিন ৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
৭ দিন ২ ঘন্টা ৪১ মিনিট আগে
৯ দিন ২২ ঘন্টা ৫০ মিনিট আগে
১০ দিন ২৩ ঘন্টা ৫০ মিনিট আগে
১১ দিন ২৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৩ দিন ২২ ঘন্টা ২৪ মিনিট আগে
১৪ দিন ২২ ঘন্টা ২৮ মিনিট আগে