যশোরের অভয়নগরের এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের ২ দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠির ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের আওতায় মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ের ওপর প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে গতকাল বুধবার সকালে নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অভয়নগর উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি ও অত্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান। প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন, সরকার গ্রুপের চেয়ারম্যান ও নওয়াপাড়া প্রেসক্লাবের উপদেষ্টা আলহাজ্ব আলমগীর সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ এফ এম ওয়াহিদুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সহ-সভাপতি ও নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক। প্রশিক্ষণ ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ওয়েভ ফাউন্ডেশনের খুলনা বিভাগীয় সমন্বয়কারী মো. জহির উদ্দিন। উক্ত প্রশিক্ষণে উপজেলা কমিটির ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।
৬ দিন ৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
৬ দিন ৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
৭ দিন ২ ঘন্টা ৪১ মিনিট আগে
৯ দিন ২২ ঘন্টা ৫০ মিনিট আগে
১০ দিন ২৩ ঘন্টা ৫০ মিনিট আগে
১১ দিন ২৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৩ দিন ২২ ঘন্টা ২৪ মিনিট আগে
১৪ দিন ২২ ঘন্টা ২৮ মিনিট আগে