যশোরের অভয়নগরে ইসলামী আন্দোলন বাংলাদেশ অভয়নগর থানা শাখার উদ্যোগে
তৃণমূল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৫ জুলাই) বিকাল ৩টায় নওয়াপাড়া ইনিস্টিউট মিলনায়তনে তৃণমূল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মী সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর জনাব হযরত মুফতি ফয়জুল করিম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এই সরকার জনগণের পক্ষের সরকার নয়,,এই সরকারের অধীনে কোন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আশাকরা যায় না। এই সরকার জনগণের জান মালের নিরাপত্তা দিতে পারে না, ইতিপূর্বে নির্বাচন গুলো কে লক্ষ করে দেকলে বোঝা যায় বর্তমান সময়েরর নির্বাচন কমিশন কি ভুমিকা নিয়েছে। অনতিবিলম্বে এই সরকারের পদত্যাগ দাবি করে তিনি আরো বলেন এই সরকারের অধীনে কোন নির্বাচন নয় নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন চায়। নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, প্রত্যেক ওয়ার্ডে ৫০০ জন করে কর্মি সংগ্রহ করতে হবে তাহলে আন্দোলন বাগবান হবে বলে তিনি মনে করেন।সম্মিলিত ভাবে ঐক্যবদ্ধ হয়ে সরকার গঠন করার আহ্বান জানান। তিনি সরকারকে উদ্দেশ্য করে বলেন, সরকার হবে জনগনের সরকার, যেখানে যে সমস্যা তা সমাধান করার দরকার সরকারের বলে দাবি করেন তিনি । উক্ত তৃনমুল কর্মি সম্মেলনে কর্মিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।