বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে মাভাবিপ্রবি ভেতরে পরীক্ষা, বাইরে অপেক্ষা আর উৎকণ্ঠা রামগড়ে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১ আহত ৭ কুবিতে ১২টি কেন্দ্রে একযোগে চলছে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক, অস্ত্র ও কার্তুজ উদ্ধার ঈশ্বরগঞ্জে ওয়াইপিএজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ক্ষমা ও ক্ষতিপূরণের বাংলাদেশের দাবির উল্লেখ নেই পাকিস্তানের ভাষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠ আজ লালপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের দিন বদলে কাজ করবে : সাবেক এমপি মোশারফ বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সামাজিক ভাবে হেয় ,অন্যায্য ভাবে আল্টিমেটামের তীব্র প্রতিবাদ কেন্দ্র ঘোষিত শ্রমিক যোগাযোগ পক্ষ পালন বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আনুলিয়ায় একশত পরিবারের রাজবাড়ীর গোয়ালন্দে সাবেক ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে থানায় আওয়ামীলীগ নেতার অভিযোগ পীরগাছায় হেযবুত তওহীদ কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা! সোনাইমুড়িতে বৃদ্ধাকে হত্যা আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন?

অভয়নগরে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ১৫ আসামি আটক

থানা সুত্রে জানযায়, যশোর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয় এবং অতিরিক্ত পুলিশ সুপার "খ" সার্কেল, যশোর মহোদয়ের সঠিক দিক নির্দেশনায় অভয়নগর থানার অফিসার ইনচার্জ, জনাব এবিএম মেহেদী মাসুদ সাহেবের নেতৃত্বে  অভিযান পরিচালনা করিয়া  অভয়নগর থানাধীন মধ্যপুর গ্রামস্থ মধ্যপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে পূর্ব পার্শ্বে কালভাটের উপর হইতে আসামী ১। মোঃ শাহিন সরদার (২২) পিতা- মোঃ জামশেদ সরদার, সাং-মধ্যপুর (মধ্যপাড়া) ২। মোঃ জিয়া মোল্লা (৪৫) পিতা- মৃত কালু মোল্লা, সাং-মধ্যপুর (মোল্লাপাড়া), উভয় থানা-অভয়নগর, জেলা- যশোরদ্বয়কে ২০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করেন এবং আসামীদ্বয়ের বিরুদ্ধে  মাদকদ্রব্য আইনে  মামলা রুজু হয় । নিয়মিত মামলায় আসামী ০৩। অনিক বাঘা (২৩), পিতা-নাসির বাঘা, গ্রাম- গুয়াখোলা (০৬ নং ওয়ার্ড, মহিলা কলেজ রোড) ০৪। শেখ শাকিল(১৯), পিতা-মৃত সোহরাব শেখ, গ্রাম- গুয়াখোলা (০৬ নং ওয়ার্ড, মহিলা কলেজ রোড) উভয় থানা- অভয়নগর, জেলা -যশোরদ্বয়কে নিজ বাড়ী হইতে গ্রেফতার করেন।এস.সি নং-১৫৮৪/২২ সাজা এর গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী ০৫। মোঃ ফিরোজ মোল্যা, পিতা- আলি হাফিজ মোল্যা, সাং- শংকরপাশা, ডাক- নওয়াপাড়া, জিআর নং- ১৫৬৫/১৭ এর গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী ০৬। মোঃ বদর উদ্দিন বিশ্বাস, পিতা- মোঃ সেলিম বিশ্বাস, সাং- মাগুরা (ঠাকুর পাড়া)  জিআর নং- ১১৬/২৩  এর গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী ০৭। মোঃ ইব্রাহিম (৫০) পিতা- মৃত বাবুর আলী, সাং- সিরাজকাঠি,  এস.সি নং- ১৩৫৯/১৬ এর গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী ০৮। আলামিন, পিতা- মৃত আবুল কালাম, সাং- প্রেমবাগ (বাদালপাড়া)  সেসন নং- ৩০৫/২৩ সাজা এর গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী ০৯। আলমগীর, পিতা- জিল্লাল হোসেন, সাং- মশুরহাটি, পোঃ- ভাঙ্গাগেট, জি.আর নং- ২৫০/২২ এর গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী ১০। মোঃ সাগর হোসেন (২৪) পিতা- মৃত আক্তার আলী বিশ্বাস, মাতা- মৃত রিনা খাতুন, সাং- বুইকারা জি.আর নং- ১০৭/১৫ এর গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী ১১। মোঃ জাহিদুল ইসলাম ওরফে রহিম (২৬) পিতা- মহর মোল্লা ওরফে ফালা মোহর, সাং- কোদলা, জিআর নং- ১৪২/১৭ এর গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী ১২। আসাদ সরদার (৪৫)পিতা- খোকন সরদার, সাং- একতারপুর, এস.সি নং-১৫৮৫/২২ সাজাএর গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী ১৩। মোঃ ফিরোজ মোল্যা, পিতা- আলি হাফিজ মোল্যা, সাং- শংকরপাশা, ডাক- নওয়াপাড়া, জিআর নং- ১১৯/২৩ এর গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী ১৪। মোঃ ফয়সাল ফকির ওরফে আব্দুর রহমান (১৯) পিতা- মোঃ ইলিয়াছ ফকির, সাং- হিদিয়া, এনজিআর নং- ২৯/২১(এন) এর গ্রেফতারী পরোয়ানা মূলে আসামী ১৫। মোছাঃ  আম্বিয়া বেগম, স্বামী- মৃত মঞ্জুর শেখ, সাং- হিদিয়া সর্ব থানা- অভয়নগর, জেলা-যশোরদেরকে গ্রেফতার করেন। সর্ব  মোট ১৫ জন আসামীদেরকে বিচারের নিমিত্তে ইং- ০৬/০৯/২০২৩ তারিখে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag
আরও খবর