আজ হিজরি ১২ রবিউল আউয়াল। পৃথিবীর ইতিহাসে অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিন। বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বমানবতার মুক্তির দিশারি, মহানবী হজরত মুহাম্মদ সা: ৫৭০ খ্রিষ্টাব্দের এ দিনে মায়ের কোল আলোকিত করে দুনিয়াতে আসেন।
ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে যথাযথ মর্যাদায় দিনটি পালনের জন্য সারা দেশের ন্যায় দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে প্রতিষ্ঠাতা সদস্য জনাব নজরুল ইসলাম মোল্লার সভাপতিত্বে সাগত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ জনাব কাজী তাকিবুর রহমান। সাগত বক্তব্যে তিনি হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। বক্তব্য রাখেন বিদ্যৎসাহী সদস্য মাওঃ আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত সাব ইন্সপেক্টর সরফুদ্দিন আহম্মেদ মোল্যা, অত্র কলেজের ক্রীড়া শিক্ষক মোঃ মোফাজ্জল হোসেন,শিক্ষার্থীদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কুলসুম খাতুন ও লামিয়া খাতুন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ কলেজের শিক্ষক কর্মচারীবৃন্দ ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ইসলামি শিক্ষার প্রভাষক মুহাঃ আবুল হুসাইন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক এস,এম বাহারুল ইসলাম।