যশোরের অভয়নগর উপজেলায় ছাগল ও ভেড়ার পিপিআর রোগমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
এ বছর নওয়াপাড়া পৌরসভাসহ উপজেলার ৬৫ হাজার ছাগলের টিকা প্রদান করার লক্ষ্যমাত্রা নিয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুইকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।
জানা যায়, রবিবার (১ অক্টোবর) থেকে উপজেলার ৮টি ইউনিয়নে পিপিআর টিকা প্রদান কর্মসূচী চলবে । রবিবার (১ অক্টোবর) ১নং প্রেমবাগ ইউনিয়ন, ২ তারিখ ২নং সুন্দলী ইউনিয়ন এভাবে তারিখ অনুসারে রবিরার (৮ অক্টোবর) ৮নং ইউনিয়নে টিকা প্রদান করা হবে যা আগামী সোমবার (৯ অক্টোবর) পর্যন্ত চলবে।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ইউএলও) ড. আবুজার সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান। উপজেলা প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ওবায়দুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, নওয়াপাড়া পৌরসভার ১ নম্বর প্যানেল মেয়র মিজানুর রহমান মোল্যা। এসময় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রাণি সম্পদ সম্প্রসারণ অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জানান, পিপিআর ছাগল ও ভেড়ার ভাইরাসজনিত একটি মারাত্মক সংক্রামক রোগ। এই রোগটি সর্বপ্রথম আইভরিকোস্টে ১৯৪২ সালে সনাক্ত হয়। পরে বাংলাদেশে এই রোগটি ১৯৯৩ সালে দেখা দেয়। পিপিআর রোগে আক্রান্ত হলে ছাগল ও ভেড়ার প্রজনন ক্ষমতা ও উৎপাদনশীলতা কমে যায়। ২০১৩ সাল অনুযায়ী প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রতিবছর দেশে এ রোগের কারণে ১৮৪.২২ কোটি টাকা আর্থিক ক্ষতি হয়। তিনি আরও বলেন, এই রোগে ছাগল ও ভেড়ার আক্রান্তের হার প্রায় ৪০-১০০ ভাগ, মৃত্যুর হার ৪৫-৯০ ভাগ। সারাদেশের ন্যায় এ বছর অভয়নগরে পিপিআর টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। এ বছর নওয়াপাড়া পৌরসভাসহ উপজেলার ৬৫ হাজার ছাগলের টিকা প্রদান করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
১৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
৭ দিন ১৮ ঘন্টা ২৮ মিনিট আগে
৭ দিন ১৮ ঘন্টা ৪৮ মিনিট আগে
৮ দিন ১৭ ঘন্টা ৩২ মিনিট আগে
১১ দিন ১৩ ঘন্টা ৪০ মিনিট আগে
১২ দিন ১৪ ঘন্টা ৪১ মিনিট আগে
১৩ দিন ১৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৫ দিন ১৩ ঘন্টা ১৫ মিনিট আগে