যশোরের অভয়নগরে মানসিক ভারসাম্যহীন আল আমিন মোল্যা (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের প্রেমবাগ গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আল আমিন মোল্যা প্রেমবাগ গ্রামের মৃত আমজেদ মোল্যার ছেলে বলে জানা যায় । নিহতের পরিবারের পক্ষ থেকে জানা যায় সে ছোট একটি দুর্ঘটনার পর থেকে মানসিক রোগে ভুগছিল। কারো সঙ্গে সে ঠিকমত কথা বলত না। খাওয়া দাওয়া করত না। মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে মাঝে মাঝে কাউকে কিছু না বলে সে বাড়ি থেকে বেরিয়ে হারিয়ে যেত। ৭/৮ দিন পর আবার ফিরে আসত। আরও জানা যায় মঙ্গলবার রাতে আল আমিন তার মায়ের সঙ্গে রাতের খাবার খেয়ে নিজ ঘরে চলে যায়। বুধবার সকালে তার মা একাধিকবার ডাকাডাকি করেন। এক পর্যায়ে কেনো সাড়াশব্দ না পেয়ে তিনি আমাকেসহ প্রতিবেশীদের সহযোগিতায় ঘরের দরজা ভেঙ্গে ফেলেন। এসময় ঘরের ডাবার সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার নিথর মরদেহ ঝুলে থাকতে দেখা যায়। পরে মরদেহ নামিয়ে অভয়নগর থানা পুলিশকে খবর দেওয়া হয়। নিহতের মা বলেন, ‘মানসিক যন্ত্রণা থেকে রেহাই পেতে গলায় ফাঁস লাগিয়ে আমার ছেলে আত্মহত্যা করেছে।’ এ ব্যাপারে অভয়নগর থানা সুত্রে জানা যায় আত্মহত্যার বিষয়টি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
১৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
৭ দিন ১৮ ঘন্টা ২৮ মিনিট আগে
৭ দিন ১৮ ঘন্টা ৪৮ মিনিট আগে
৮ দিন ১৭ ঘন্টা ৩২ মিনিট আগে
১১ দিন ১৩ ঘন্টা ৪০ মিনিট আগে
১২ দিন ১৪ ঘন্টা ৪১ মিনিট আগে
১৩ দিন ১৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৫ দিন ১৩ ঘন্টা ১৫ মিনিট আগে