মুসলিম অধ্যুষিত ফিলিস্তিনে দখলদার ইসরাইলের আগ্রাসন বন্ধ, হামলার প্রতিবাদ ও আল আকসা মসজিদ রক্ষার দাবিতে যশোরের অভয়নগরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। শনিবার (১৪ অক্টোবর) বিকেলে মুসল্লিদের স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে অভয়নগরে নওয়াপাড়া শহরের বিভিন্ন এলাকা।
বিক্ষোভে অংশ নেওয়া মুসল্লিরা ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে ইসরাইল বিরোধী ও ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তাদের ‘বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন মুক্ত করো’, ‘বয়কট ইসরাইল’, ‘ফিলিস্তিন ফিলিস্তিন, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘নেতানিয়াহুর বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘ইসরাইলিদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, দখলদারদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘আমরা সবাই রাসুল সেনা, ভয় করি না বুলেট বোমা’সহ বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়।
এছাড়াও বিক্ষোভ মিছিলে ‘আল আকসা আল আকসা, লাব্বাইক লাব্বাইক, বিশ্বের মুসলিম এক হও এক হও’, ‘আল আকসা আল আকসা জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘ইসরায়েলের ইহুদিরা হুঁশিয়ার সাবধান’, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘বদরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার’, ‘ইসরায়েলের কাপুরুষেরা হুঁশিয়ার সাবধান’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
মুসল্লিদের স্লোগান স্লোগান উত্তাল হয়ে ওঠে অভয়নগর। বিক্ষোভ মিছিলটি নওয়াপাড়া শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নওয়াপাড়া পীরবাড়ী মাদ্রাসা ময়দানে সমবেত হয়ে অভয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর সহ আরো বক্তব্য রাখেন অভয়নগর ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা গোলাম মাওলা, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবু তালহা, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি রফিকুল ইসলাম, সহ অর্থ সম্পাদক মুফতি রবিউল ইসলাম, সহ তথ্য ও প্রকাশনা সম্পাদক মুফতি আব্দুল্লাহ মাছনাবী,প্রচার সম্পাদক মাওলানা জাকিরুল্লাহ, দপ্তর সম্পাদক মুফতি সাজ্জাদুর রহমান, মিডিয়ার সম্পাদক মুফতি হেলাল উদ্দিন, সমাপনী বক্তব্য ও দোয়া পরিচালনা করেন নওয়াপাড়া পীর বাড়ী মাদ্রাসার শায়খুল হাদীস মুফতী তৈয়বুর রহমান।নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য দোয়া-মোনাজাতে অংশ নেন হাজার হাজার মুসল্লী।
১৭ ঘন্টা ৪৩ মিনিট আগে
৭ দিন ১৮ ঘন্টা ৩৫ মিনিট আগে
৭ দিন ১৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
৮ দিন ১৭ ঘন্টা ৩৯ মিনিট আগে
১১ দিন ১৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
১২ দিন ১৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
১৩ দিন ১৪ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৫ দিন ১৩ ঘন্টা ২২ মিনিট আগে