বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে মাভাবিপ্রবি ভেতরে পরীক্ষা, বাইরে অপেক্ষা আর উৎকণ্ঠা রামগড়ে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১ আহত ৭ কুবিতে ১২টি কেন্দ্রে একযোগে চলছে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক, অস্ত্র ও কার্তুজ উদ্ধার ঈশ্বরগঞ্জে ওয়াইপিএজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ক্ষমা ও ক্ষতিপূরণের বাংলাদেশের দাবির উল্লেখ নেই পাকিস্তানের ভাষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠ আজ লালপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের দিন বদলে কাজ করবে : সাবেক এমপি মোশারফ বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সামাজিক ভাবে হেয় ,অন্যায্য ভাবে আল্টিমেটামের তীব্র প্রতিবাদ কেন্দ্র ঘোষিত শ্রমিক যোগাযোগ পক্ষ পালন বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আনুলিয়ায় একশত পরিবারের রাজবাড়ীর গোয়ালন্দে সাবেক ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে থানায় আওয়ামীলীগ নেতার অভিযোগ পীরগাছায় হেযবুত তওহীদ কর্তৃক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালা! সোনাইমুড়িতে বৃদ্ধাকে হত্যা আবারও বাগযুদ্ধ: বাড়বে বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েন?

আক্কেলপুরে আওয়ামীলীগ-আন্দোলনকারীদের সংঘর্ষ, আহত-১৫


জয়পুরহাটের আক্কেলপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম দিনে উপজেলা আওয়ামীলীগ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় বিক্ষুব্ধ আন্দোলনকারীরা ক্ষিপ্ত হয়ে উপজেলা পরিষদের সাব-রেজিষ্ট্রি অফিসসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে থাকা একটি সিএনজি অটোরিক্সা, ৫টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং দুইটি মোটরসাইকেল, প্রাথমিক শিক্ষা অফিস, দলিল লেখকদের সেরেস্তা ভাঙচুর করে। পরে আন্দোলনকারীরা রেলগেটে অবস্থিত পৌর আওয়ামীলীগের অফিস, শ্যামলি বাস কাউন্টারে ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। এ ঘটনায় উভয় পক্ষের ৯ জন আহত হয়েছে।


রোববার (৪ আগস্ট) বিকালে পৌর শহরের বালিকা বিদ্যালয়ের সামনে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে অসহযোগ ছাত্র আন্দোলনের অংশ হিসেবে একে একে জরো হতে থাকে আন্দোলনকারীরা। সেখান থেকে তারা জাতীয় পতাকা হাতে নিয়ে শ্লোগান দিতে দিতে থানা মোড়ে আসে। থানার সামনে দিয়ে অগ্রসর হয়ে রেলগেটে ফিরে আসে। সেখানে পুনরায় একত্রিত হয়ে উপজেলা পরিষদের দিকে অগ্রসর হয় তারা। সেখানে পূর্ব থেকেই অবস্থান নেওয়া উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান করছিলেন। এসময় আন্দোলনকারীরা কলেজ গেট পার হয়ে উপজেলা পরিষদের সামনে এগোতে থাকলে উভয় পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে সেটি সংঘর্ষে রূপ নেয়। ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে আন্দোলনকারীরা উপজেলা পরিষদে প্রবেশ করে প্রাথমিক শিক্ষা অফিস, বঙ্গবন্ধুর মুরাল ও সাব-রেজিষ্ট্রি অফিসে হামলা করে ভাঙচুর করে। পরে সাব-রেজিষ্ট্রি অফিসের সামনে থাকা একটি সিএনজি অটোরিক্সা, ৫টি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয় এবং দুইটি মোটরসাইকেল ও দলিল লেখকদের সেরেস্তা ভাঙচুর করে। ফিরে আসার পথে প্রধান সড়কের রূপালী এবং পূবালী ব্যাংকের সামনের জানালার কাঁচ ভাঙচুর করে। পরে আন্দোলনকারীরা স্টেশন রোড হয়ে রেল স্টেশনে অবস্থান নিয়ে সেখানেও ভাঙচুর করে ফিরে আসার পথে রেল গেট এলাকায় পৌর আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। এর পর আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম স্বাধীন, রানা চৌধুরীর ব্যক্তিগত অফিস এবং শ্যামলী বাস কাউন্টারে ভাঙচুর করে অগ্নি সংযোগ করে আন্দোলনকারীরা।

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন, কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক অবস্থান কর্মসূচী পালন করছিলাম। দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করছিলাম। বিকালে হঠাৎ করে আন্দোলনকারীরা আমাদের উপর অতর্কীত হামলা করে। পরে উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি দপ্তরে হামলা করে ভাঙচুর করে সিএনজি অটোরিক্সাসহ দলীয় নেতাকর্মীদের মোটর সাইকেলে অগ্নি সংযোগ করে। এতে আমাদের বেশ কয়েকজন নেতাকর্মীরা আহত হয়েছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন হোসেন বলেন, আন্দোলনকারীরা বিভিন্ন সরকারি অফিসসহ আওয়ামীলীগ অফিসে হামলা করে অগ্নি সংযোগ করে করেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Tag
আরও খবর


আক্কেলপুর যৌথ অভিযানে মাদকসহ আটক ১০

৭ দিন ২৩ ঘন্টা ৩২ মিনিট আগে