জয়পুরহাটের আক্কেলপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় আদীবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে রবিবার এসব উপকরণ প্রদান করা হয়।
বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা কর্মসূচীর আওতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি ভুক্ত পাঁচ জন ছাত্রীর হাতে বাই-সাইকেল ও ৫৩ জন শিক্ষার্থীর হাতে মোট ২ লাখ ৫৮ হাজার ৫ শত টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম, ভারপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাবেদ ইকবাল হাসান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মীর মোহাম্মদ আলীসহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও ক্ষুদ্র-নৃগোষ্ঠী শিক্ষার্থীরা।
বাই সাইকেল পাওয়া এক শিক্ষার্থী বলেন, উপহারের সাইকেল পেয়ে আমরা সকলেই উচ্ছসিত। গ্রাম থেকে স্কুলে অনেক পথ পারি দিয়ে আসতে হয়। সাইকেলটি পেয়ে আর কষ্ট করতে হবে না। এতে আমরা অনেক স্বাচ্ছন্দে পড়াশোনা করতে পারবো’।
উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম বলেন, ‘ক্ষুদ্র-নৃ গোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষার বিকাশ ঘটাতে হবে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তাদের সমাজের মূল ধারায় ফেরাতে তাদের সচেতনতার পাশাপাশি সহযোগীতার হাত বাড়াতে হবে।
৩ দিন ১৮ ঘন্টা ৩৪ মিনিট আগে
৭ দিন ১২ ঘন্টা ৫১ মিনিট আগে
৭ দিন ২৩ ঘন্টা ৩২ মিনিট আগে
১৩ দিন ১৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
১৬ দিন ১৮ ঘন্টা ৫৯ মিনিট আগে
২০ দিন ২০ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৩ দিন ১২ ঘন্টা ২১ মিনিট আগে
২৩ দিন ২০ ঘন্টা ৫১ মিনিট আগে