আশাশুনি উপজেলার দরগাহপুর ইউযনিয়নে প্রতিপক্ষের হামলায় ৪ জন আহত হয়েছে। গুরুতর আহত ২ জনকে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৩ আগষ্ট) দুপুর ১ টার দিকে ইউনিয়নের খরিয়াটি গ্রামে এ ঘটনা ঘটে।
খরিয়াটি গ্রামের মৃত আলী বক্স মোড়লের ছেলে শাহিন দিং এর সাথে একই গ্রামের মৃত কাছেল মলঙ্গীর ছেলে আয়ুব আলি মলঙ্গী দিং মধ্যে পূর্ব শত্রুতা রয়েছে। এরই জের ধরে আয়ুব আলি মলঙ্গী এবং তার ছেলে ইলিয়াছ মলঙ্গী, বাদশা মলঙ্গী, এসকেল মলঙ্গী ও বাচ্চু মলঙ্গীসহ আরও ১০/১২ ব্যক্তি ঘটনার সময় শাহিনদের বাড়িতে অনাধিকার প্রবেশ করেন। তারা হাতুড়ি, দা, লাঠি, চায়নীজ কুড়ালসহ দেশী অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হত্যার উদ্দেশ্যে মনিরুল ইসলামের স্ত্রী ময়নার উপর আক্রমন চালিয়ে বেদম মারপীট, রক্তাক্ত জখম ও শ্লীলতাহানি ঘটায়। তাকে রক্ষা করতে শাহীন, নাজমুল ও তাদের মা রিজিয়া খাতুন এগিয়ে গেলে তাদেরকেও মারপিট ও জখম করা হয়। পাশের লোকজন এগিয়ে গেলে হত্যার হুমকী দিয়ে তারা কেটে পড়ে। গুরুতর আহত নাজমুল ও ময়নাকে এ্যাম্বুলেন্সযোগে থানা পুলিশকে দেখিয়ে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।