আশাশুনিতে মাহিন্দ্রা পাওয়ার টিলার ধোয়ার সময় দুর্ঘটনা কবলিত হয়ে নাহিদ সরদার (১৮) নামে এক হেলপার মারা গেছে। বুধবার বিকাল ৩.৩০ টার দিকে চাপড়া বাস স্ট্যান্ডের পাশে ফুটবল মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ উপজেলার তেঁতুলিয়া গ্রামের ভ্যানচালক রবিউল সরদারের ছেলে।
নিহত নাহিদের চাচা ওহিদুল সরদার সাংবাদিকদের জানান, নাহিদ তেঁতুলিয়া গ্রামের তাহের আলীর মাহিন্দ্রা পাওয়ারটিলার এর হেলপার হিসেবে কাজ করতো। ঘটনার দিন সে চাপড়া মাঠে একা একা গাড়ি ধোয়ার কাজ করছিল। এসময় হাইড্রোলিক ফেল করে গাড়ী তার মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২২ ঘন্টা ৩১ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩ দিন ২২ ঘন্টা ১৮ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৫২ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৫৪ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ২৯ মিনিট আগে
১০ দিন ১৮ মিনিট আগে