জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আলহাজ্ব নজরুল ইসলামের পাক্ষে আশাশুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে নির্বাচনী গণ সংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনভর উপজেলার ৫টি ইউনিয়নে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম।
বড়দল ইউনিয়ন পরিষদ ঃ বড়দল প্রতিনিধি শফিকুল জানান, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম। বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানার সার্বিক ব্যবস্থাপনায় ও আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান হোসেনুজ্জামান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভিন সেজুতি, সদস্য ফিংড়ীর সাবেক চেয়ারম্যান শামছুর রহমান, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান, জেলা পরিষদের সাবেক সদস্য আল ফেরদৌস আলফা, উপজেলা আ’লীঅগের যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান আবু হেনা সাকিল, সাংগঠনিক সম্পাদক আঃ সামাদ বাচ্চু, ঢালী সামছুল আলম, আসমাউল, লস্করী ইউপি চেয়ারম্যান তুহিন কাগজী, আবু রায়হান সুমন, মনিরুজ্জামান ডালিম, ফারুক হোসেন, সকল ইউপি সদস্যবৃন্দ।
কাদাকাটি ইউনিয়ন পরিষদ ঃ ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার দিপের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদ সাবেক চেয়ারম্যান ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, আল ফেরদৌস আলফা প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে, জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং কাদাকাটি ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।
খাজরা, প্রতাপনগর ও আনুলিয়া ইউনিয়নে গণ সংযোগ ঃ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি এসএম শওকত হোসেন, ফিংডী ইউপির সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য শামসুর রহমান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তানভীর হোসেন সুজন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রেজাউল ইসলাম রেজা, বর্তমান সভাপতি এসএম আশিকুর রহমান, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এসএম হাসেনুজ্জামান হোসেন, খাজরা ইউপি চেয়ারম্যান ও আশাশুনি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব এস এম শাহনেওয়াজ ডালিম, আওয়ামী লীগ নেতা মিলন কান্তি মন্ডল, রমজান আলী মোড়লসহ খাজরা ইউনিয়নের সকল ইউপি সদস্য ও সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পরিষদের প্রার্থী আলহাজ্ব নজরুল ইসলাম উন্নয়নের ধারা ধরে রাখার জন্য ও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আবারও ১৭ অক্টোবর’২২ জেলা পরিষদের নির্বাচনে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহŸান জানান। তিনি বলেন এবার নির্বাচিত হতে পারলে অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করব। মন্দির মসজিদ শিক্ষা প্রতিষ্ঠানসহ ধর্মীয় উপাসনালয় গুলোর প্রতি বিশেষ নজর রাখবো। নজরুল ইসলাম আরও বলেন, আগস্ট মাস বাঙালি জাতির শোকের মাস। তিনি ১৫ই আগস্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন বিগত দিনে আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। আমি সব সময় আপনাদের পাশে থেকে সকলের সহযোগিতা নিয়ে কাজ করেছিলাম। তিনি আগামী নির্বাচনে তাকে পুনরায় নির্বাচিত করার জানিয়ে সাতক্ষীরা জেলাকে একটি আধুনিক ডিজিটাল জেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।
২২ ঘন্টা ৩১ মিনিট আগে
৩ দিন ৪ ঘন্টা ৩৩ মিনিট আগে
৩ দিন ২২ ঘন্টা ১৮ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৫২ মিনিট আগে
৪ দিন ২২ ঘন্টা ৫৪ মিনিট আগে
৫ দিন ৩ ঘন্টা ২৯ মিনিট আগে
১০ দিন ১৮ মিনিট আগে