আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের টেংরাখালী আদর্শ শিক্ষা নিকেতন এর ম্যানেজিং কমিটি নির্বাচনে অভিভাবক সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ আগষ্ট) সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহন করা হয়।
উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত নির্বাচনে ২৫২ জন ভোটারের মধ্যে ২২৯ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করে। প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ নির্বাচনে অভিভাবক সদস্য (সাধারণ শ্রেণি) ৪টি পদে দু’টি প্যানেলে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার দিপ এর সমর্থনপুষ্ট নন্দ লাল মন্ডল (হরিণ প্রতীক) সর্বোচ্চ ১৩০ ভোট পেয়ে ১ম স্থান অধিকার ও বিপুল কুমার সরকার (মাছ প্রতীক) ১১২ ভোট পেয়ে ৪র্থ স্থান অধিকার করে জয়লাভ করেন। অপর প্যানেল সাবেক মেম্বার অমৃত কুমার সমর্থিত গৌতম পাইন (চেয়ার প্রতীক) ১২৬ ভোট পেয়ে ২য় ও পলাশ মন্ডল (দোয়াত-কলম) ১২২ ভোট পেয়ে ৩য় স্থান অধিকার করে জয়লাভ করেন। অন্য প্রার্থীদের মধ্যে জগদীশ সরকার (বই) ১০৯, প্রশান্ত মন্ডল (মই) ১০৮, ভবেশ মন্ডল (মোরগ) ৯৫ ও রতন কুমার মন্ডল (ছাতা) ৯৮ ভোট পেয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে (চেয়ারম্যান দিপংকর কুমার সরকার সমর্থিত) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচন পরিচালনা করেন, প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামান। সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন, উপজেলা শিক্ষা অফিসের গোলাম রব্বানী ও পোলিং অফিসার ছিলেন শেখ ফকরুদ্দিন।
নির্বাচন চলাকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্ত্তী, প্রধান শিক্ষক, সাংবাদিকবৃন্দ ও জন প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
১ দিন ৪১ মিনিট আগে
১ দিন ৪৪ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ১৮ মিনিট আগে
৬ দিন ২ ঘন্টা ৭ মিনিট আগে
৮ দিন ৫২ মিনিট আগে
৮ দিন ৫৪ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ৩ মিনিট আগে