সেভেন সিস্টার্স নিয়ে কী বলেছেন ড. ইউনূস, ভারতে তোলপাড় কেন? বাঘায় বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাড়িঘর-দোকানপাটে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ফারুক ফাউন্ডেশনের ফুটবল ফাইনাল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত লালপুরে সংঘর্ষের ঘটনায় ৪২ জনের বিরুদ্ধে মামলা, আটক ৭ এপ্রিলে ৪০ ডিগ্রি ছাড়াতে পারে তাপমাত্রা, ঘূর্ণিঝড়ের শঙ্কা সুন্দরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু। পীরগাছায় তাম্বুলপুর কেন্দ্রীয় ঈদগা মাঠে নামাজ আদায় করেন এমদাদুল হক ভরসা আনন্দ বাজারে ফারুকের দোকানে আগুন কুলিয়ারচর ট্রেনে কাটা পড়ে এক ব্যাক্তি নিহত গোয়ালন্দ ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল কক্সবাজার থেকে হেঁটে এভারেস্ট জয় করতে যাচ্ছেন ইকরামুল রামু গুলিতে যুবক নিহত অভিযুক্ত চাচাতো ভাই পলাতক রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধে হত্যা ঝিনাইগাতীর ডেফলাই গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত সাইমুন আর নেই চুরির পর মালিককে চোরের ফোন :ক্যাশে এত কম টাকা রাখছেন কেন? ঈদগাহে মাইক বাজানো নিয়ে ২ গ্রুপের সংঘর্ষ, আহত ২০ বাঘায় বিএনপি নেতার নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বাড়িঘর ও দোকানপাটে ব্যাপক হামলা, ভাংচুর ও লুটপাট কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন


আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল, অফিস, ক্লাব, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান দিবসটি উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করে।


উপজেলা প্রশাসন ঃ
৩১ বার তোপধ্বনীর মধ্যদিয়ে দিবসের শুভ সূচনা করা হয়।সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি ভবন ও প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৮ টায় জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে উপজেলা শহীদ স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়ের নেতৃত্বে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও অফিসার্স ক্লাব। থানা অফিসার ইনচার্জ নোমান হোসেনের নেতৃত্বে আশাশুনি থানা পুলিশ। উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম ও আসিফুর রহমান তুহিনের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠন, ছাত্রদল ও যুবদল নেতৃবৃন্দ, অধ্যক্ষ প্রফেসর মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে আশাশুনি সরকারি কলেজ, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা সাইফুল ইসলামের নেতৃত্বে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুলের নেতৃত্বে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়, সাব রেজিস্টার মিন্টু চক্রবর্তীর নেতৃত্বে উপজেলা সাব রেজিস্ট্রি অফিস, স্টেশন কর্মকর্তা আমজাদ আলীর নেতৃত্বে ফায়ার সার্ভিস, আশাশুনি মহিলা কলেজ, মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সদর ইউনিয়ন পরিষদ, আশাশুনি প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকবৃন্দ, উপজেলা পূজা উদযাপন পরিষদ, আশাশুনি বাজার বণিক সমিতি ও হাট-বাজার ব্যবস্থাপনা কমিটি, আশাশুনি ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এরপর আনুষ্ঠানিক ভাবে জাতীঢ পতাকা উত্তোলন করেন ইউএনও ও ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আশাশুনি সরকারি হাই স্কুল মাঠে পুলিশ, আনসার বাহিনী, ফায়ার সার্ভিস, বিএনসিসি, স্কাউটস ও গার্লস গাইড সদস্যরা মার্চপাস্ট করেন। এসময় পুরস্কার বিতরণ করা হয়। সকল শহীদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ ফেরদাউস হোসেন। বেলা ১১ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণ রায়ের সভাপতিত্বে উপজেলা সমাজ সেবা অফিসার রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সহকারি কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নোমান হোসেন, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমীর মাওঃ নূরুল আফসার মোর্তজা আলোচনা রাখেন। আলোচনা সভাশেষে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে এবং আগস্ট আন্দোলনে শহীদ পরিবারকে সম্মাননা প্রদান করা হয়। 


জামায়াতে ইসলামী যুব বিভাগ ঃ

আশাশুনিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জামায়াতে ইসলামীর যুব বিভাগ বর্ণাঢ্য র‍্যালি বের করে। উপজেলা সভাপতি ডাঃ রোকনুজ্জামানের নেতৃত্বে আল-আমিন ট্রাস্ট মিলনায়তনের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসন আয়োজিত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে গিয়ে মিলিত হয়। র‍্যালিতে উপজেলা আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, নায়েবে আমির মাওঃ নুরুল আফসার মোর্তাজা,
সহ-সেক্রেটারি মাওঃ আব্দুল বারী, অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুস, সদর ইউনিয়ন আমির হাফেজ আব্দুল্লাহ, ছাত্রশিবির  সভাপতি মোখলেছুর রহমান, যুবনেতা আক্তারুজ্জামান, যুব বিভাগের সদর ইউনিয়ন সভাপতি বিল্লাল হোসেন,শোভনালী সভাপতি এনামুল কবির, বুধহাটা সভাপতি হাফেজ অলিউর রহমান, বড়দল সভাপতি ওমর ফারুক, প্রতাপনগর সভাপতি আব্দুস সাত্তার, কাদাকাটি সভাপতি ইউনুছ আলী মোড়ল, সদর ইউনিয়ন সেক্রেটারি সাইফুল্লাহ আমিনসহ উপজেলার ১১ ইউনিয়নের যুব বিভাগের সভাপতি,সেক্রেটারি ও শত শত কর্মী। এছাড়া জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা করা হয়।
আরও খবর