ভালো কাজের বিকল্প নেই 'ভালো কাজ মানুষকে ভালো করে তোলে। আর ভালো মানুষের সমন্বয়ে গঠিত হয় একটা সুন্দর পরিবেশ, ভালো সমাজ।ভালো কাজ বিভিন্ন ধরনের; যা গুনে শেষ করার মতো নয়।রাস্তা থেকে কোনো কষ্টদায়ক জিনিস দূর করাও ভালো কাজ। অন্য ভাইকে দেখে মুচকি হাসিতে কথা বলাও ভালো কাজ।তুমি কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করো না।যদিও তুমি তোমার ভাইয়ের সঙ্গে হাসিমুখে সাক্ষাৎ করতে পার।যেকোনো মানুষকে পথ দেখানো ভালো কাজের শামিল।আর প্রতিটি ভালো কাজের জন্য মহান সৃষ্টিকর্তা পুরস্কৃত করবেন। একজন মানুষ চাইলে দিনে হাজারো রকমের ভালো কাজ করতে পারে।সুপরামর্শ প্রদান, ঋণ প্রদান,অন্যের খুশিতে খুশি হওয়াও ভালো কাজ। আর প্রতিটি ভালো কাজই সোয়াব।
আমরা সমাজের সবাই যদি প্রতিটি ভালো কাজে উদ্যোগী হই, চাই তা সামান্য হোক। তখন আমাদের সমাজ ভালো না হয়ে পারে না। আমরা প্রত্যেকে ভালো হলে আমাদের চারপাশের সবাই ভালো হবে। হবে আদর্শ ও ন্যায়পরায়ণ।এজন্য তুচ্ছ থেকে তুচ্ছ, বড় থেকে বড় প্রতিটি কাজকে গুরুত্ব দিতে হবে। মনে রাখতে হবে, আমরা সবাই সামাজিক জীব।এ ক্ষেত্রে আমরা একে অপরের ওপর নির্ভরশীল।আজ কেউ আমার মুখাপেক্ষী হলে তাকে অসহযোগিতা বা ধমক দিয়ে দূর করতে নেই।হতে পারে কাল আমি তার মুখাপেক্ষী হতে পারি।তখন সেও আমাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে পারে।আমি ভালো আচরণ ও সহযোগিতার মনমানসিকতা দেখালে সে কাল আমার প্রতি সহনশীল ও সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। যা সুন্দর ও আদর্শ সমাজ গঠনে অনন্য ভূমিকা রাখবে।ছোট-বড় কাউকে অবহেলা করতে নেই।
আমাদের সমাজের লোকজন রাসুল বা ধর্মীয় গুরুদের আদর্শে আদর্শিত হতে পারলে আজ আমরা এত মনুষ্যত্বহীনভাবে সমাজে বসবাস করতাম না। আমাদের সামজের প্রতি তাকালে ভালো কাজ করার মতো এবং উপকার করার মতো মানুষ খুব কমই দেখা যায়; যা অত্যন্ত দুঃখ ও লজ্জাজনক বটে।আমরা যদি ভালো কাজ না করতে পারি, তাহলে মনের মধ্যে যেন ভালো কাজ করার ইচ্ছা পোষণ করি। সদিচ্ছা থাকার কারণে মহান সৃষ্টিকর্তা আমাদেরকে ক্ষমা করবেন।
১৬ দিন ১৫ ঘন্টা ১২ মিনিট আগে
২৩ দিন ৩ ঘন্টা ৬ মিনিট আগে
৩৪ দিন ১৪ ঘন্টা ৫৫ মিনিট আগে
৪১ দিন ৬ ঘন্টা ৬ মিনিট আগে
৪১ দিন ১৫ ঘন্টা ১৩ মিনিট আগে
৪৯ দিন ২ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫৪ দিন ১৪ ঘন্টা ৫৬ মিনিট আগে
৫৪ দিন ১৫ ঘন্টা ০ মিনিট আগে