বেক্সিমকো এক্সবিসি ৩.০ প্রফেশনাল বক্সিং আসরে চ্যাম্পিয়ন হয়েছেন বানিয়াচং বক্সিং একাডেমির বক্সার রিমা সরকার। শনিবার (২৫মে) ঢাকার ইন্টারকন্টিনেন্টালে এই প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। খেলায় সাতক্ষীরার বক্সার নওশিনকে হারিয়ে চ্যাম্পিয়ন হন বক্সার রিমা।
অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে বেক্সিমকো গ্রুপ এর অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। পাশাপাশি টি-স্পোর্টস এর পর্দায় দেখানো হয়। প্রতিযোগীতায় ইরান, ফ্রান্স, তানজিনিয়া, চায়না ও ভারতসহ মোট ৫টি দেশের বক্সাররা অংশগ্রহন করেন। প্রতিযোগীতায় মোট ১১ বাউট খেলা হয়েছে। খেলায় ৫৬ কেজি ওজন শ্রেণিতে চ্যাম্পিয়ন হয় রিমা সরকার। সার্বিক সহযোগীতায় ছিল ইয়োলো, বেক্সিমকো এলপিজি, আকাশ ডিজিটাল টিভি এবং বিটেল বাংলাদেশ।
খেলায় উপস্থিত ছিলেন ডব্লিউবিসি’র ভাইস প্রেসিডেন্ট দামরং এবং এমপি শেখ নাঈম রাজ্জাকসহ বিশিষ্ট শিল্পপতিগণ। রিমা সরকার বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের কামালখানী মহল্লার রবীন্দ্র সরকারের মেয়ে। তার মায়ের নাম স্মৃতি রানী সরকার। সে বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
বানিয়াচং বক্সিং একাডেমির কোচ ও সাধারণ সম্পাদক জুয়েল রহমান জানান,আমাদের একাডেমির চৌকস অ্যাথলেট ও বক্সার রিমা সরকার। তার এ বিজয়ে আমরা আনন্দিত। আশা করছি রিমা সরকার আন্তর্জাতিক অঙ্গনে ও দেশের তথা বানিয়াচংয়ের ভাবমূর্তি উজ্জ্বল করবে। প্রতিযোগীতায় খেলোয়াড়ারদের সাথে ছিলেন বানিয়াচং বক্সিং একাডেমির সহকারি কোচ ওমর শেখ জিতু।
১৯ দিন ২১ ঘন্টা ৮ মিনিট আগে
২০ দিন ২০ ঘন্টা ৫৬ মিনিট আগে
২৭ দিন ১৯ ঘন্টা ২৯ মিনিট আগে
২৯ দিন ২৩ ঘন্টা ৩১ মিনিট আগে
৪১ দিন ৪ ঘন্টা ২৬ মিনিট আগে
৫৪ দিন ২০ ঘন্টা ১ মিনিট আগে
৫৫ দিন ৫৪ মিনিট আগে
৬০ দিন ৩ ঘন্টা ৪ মিনিট আগে