বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের সাথে বুধবার সদর উপজেলার জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা হয়। সভা শেষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হলে ওই ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তোপের মুখে পড়তে হয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ক্যামেরা পারসন ও পত্রিকার ফটো সাংবাদিকদের খবর সংগ্রহ করতে গিয়ে বরিশালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তোপের মুখে পড়তে হয়েছে সাংবাদিকদের। দুপক্ষের হাতাহাতির ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গিয়ে অবরুদ্ধ হন অন্তত ৩০ সংবাদকর্মী বুধবার সন্ধ্যার পর মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক মাহামুদুল হক খান মামুনের বাসভবনে এ ঘটনা ঘটে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাতের সাথে বুধবার সদর উপজেলার জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা হয়। সভা শেষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।ওই ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গেলে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তোপের মুখে পড়তে হয় বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ক্যামেরা পারসন ও পত্রিকার ফটো সাংবাদিকদের। অন্তত ৩০ জন সাংবাদিককে এ সময় তারা অবরুদ্ধ করে রাখেন বলে অভিযোগ সংবাদকর্মীদের প্রত্যক্ষদর্শীরা জানায়, নৌকার প্রার্থীর মতবিনিময় সভা শেষে প্যাকেট বিতরণ ও বক্তব্য দেয়া নিয়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুখের দুই অনুসারী বরিশাল জেলা পরিষদের সদস্য আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম ও জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। এরপর দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়। ওই ঘটনার ভিডিও ও স্থিরচিত্র ধারণ করতে গেলে বাধা দিয়ে অন্তত ৩০ জন সাংবাদিককে অবরুদ্ধ করে রাখে ওই দুই নেতার সমর্থকরা। পরে সিনিয়র নেতৃবৃন্দের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।এশিয়ান টেলিভিশনের ক্যামেরাম্যান আজিম শরীফ বলেন, ‘হাতাহাতির ঘটনার ছবি ধারণ করতে গেলে ছাত্রলীগের লোকজন আমাদের ক্যামেরা কেড়ে নিতে চায়। এ নিয়ে ধস্তাধস্তিও হয় আমাদের সাথে। এক পর্যায়ে আমি ও আমার প্রায় ৩০-৩৫ জন সহকর্মীকে একটি রুমের মধ্যে আটকে রাখা হয়। পরে আওয়ামী লীগের সিনিয়র নেতারা এসে আমাদের মুক্ত করেন আওয়ামী লীগ নেতারা জানান, নৌকার প্রার্থীকে বিব্রত করতে এই ধরণের ঘটনা ঘটিয়েছে ওই দুপক্ষ।হাতাহাতির বিষয়ে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জোবায়ের আব্দুল্লাহ জিন্নাহ বলেন, ‘তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়েছে, আর কিছু নয় মহানগর যুবলীগের যুগ্ম-আহবায়ক মাহামুদুল হক খান মামুন বলেন,তুচ্ছ বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল।পরে বিষয়টি মীমাংসা করে দেয়া হয়েছে
৬৪ দিন ১৯ ঘন্টা ১২ মিনিট আগে
৭৫ দিন ২ ঘন্টা ১৮ মিনিট আগে
৮১ দিন ২২ ঘন্টা ৫৩ মিনিট আগে
৮২ দিন ৩ ঘন্টা ১২ মিনিট আগে
৮৪ দিন ১ ঘন্টা ৭ মিনিট আগে
১০৯ দিন ২৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
১০৯ দিন ২৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
১১৭ দিন ২ ঘন্টা ৩৫ মিনিট আগে