বড়লেখায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির উপদেষ্টা ও কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক সাজু।শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৮ টায় বড়লেখা পৌরশহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় শরীফুল হক সাজু বলেন, গত ৫ আগস্ট বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশে দ্বিতীয় স্বাধীনতা অর্জন হয়েছে। ঠিক তখন মনের মধ্যে একটা আনন্দ কাজ করেছে, যে দীর্ঘদিন পর দেশে ফিরতে পারব। আমার ওপর মিথ্যা মামলা হয়েছে। যাতে আমি দেশে এসে দলের জন্য, মানুষের জন্য কাজ করতে না পারি।
প্রবল ইচ্ছা থাকা স্বত্বেও দেশে আসতে পারেননি উল্লেখ করে তিনি বলেন, আমার অনেক আত্মীয়-স্বজন ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীসহ দলের অনেক নেতাকর্মী মারা গেছেন, তাদের জানাজায় অংশগ্রহণের সৌভাগ্যটুকু আমার হয়নি। তবে প্রবাসে থাকলেও দুর্দিনে দলের নেতাকর্মীদের জন্য, বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। দীর্ঘদিন পর দেশে ফিরেছি। কখনও ভাবিনি বাংলাদেশে আসতে পারব। আপনাদের সাথে খোলা মনে কথা বলতে পারব। আপনারও অনেক কিছু লিখতে পারেননি। অনেক বাধা ছিল। আপনাদের সেই বাধা এখন নাই। আপনারা এখন বস্তুনিষ্ঠ লিখনির মাধ্যমে সত্য তুলে ধরবেন।
১২ দিন ১৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
৩৮ দিন ১০ ঘন্টা ৫০ মিনিট আগে
৪৬ দিন ৭ ঘন্টা ৩৬ মিনিট আগে
৪৮ দিন ৬ ঘন্টা ৩৯ মিনিট আগে
৪৮ দিন ৬ ঘন্টা ৪৬ মিনিট আগে
৫০ দিন ৩ ঘন্টা ৯ মিনিট আগে
৫০ দিন ৩ ঘন্টা ২৭ মিনিট আগে
৫০ দিন ৯ ঘন্টা ৫০ মিনিট আগে