নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে নামধারী জিনের বাদশা শহিদুল ইসলাম ওরফে সহিদ উল্যা (৫০) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৭ মার্চ) দুপুর ১২টার দিকে আটক কথিত জিনের বাদশাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।
এর আগে, সোমবার (৬ মার্চ) সন্ধ্যায় উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে।
আটককৃত শহিদুল ইসলাম উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মুনার বাড়ির মৃত আব্দুল হাশেমের ছেলে।
ডিবি পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পাতানো ফাঁদে প্রতারক জিনের বাদশা শহিদুলকে আটক করা হয়।
সুত্র জান্নাত আরা বেগম নামে এক গৃহবধূর থেকে প্রতারক শহিদুল জিনের ভয় দেখিয়ে ঝাড় ফুঁক, কবিরাজির কারসাজি করে ৮ লাখ ১৫ হাজার টাকা আত্মসাৎ করেন।
পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং ডিবির পাতানো ফাঁদে অভিযুক্ত সহিদকে তার বাড়ি থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জিনের বাদশা অর্থ অত্মসাৎ করার বিষয়টি স্বীকার করে।
বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম (পিপিএম, বার) কাছে জানতে চাইলে তিনি জানান, এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে সুধারাম মডেল থানায় মামলা করেন। আসামিকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।
৩১৩ দিন ২১ ঘন্টা ৬ মিনিট আগে
৩১৫ দিন ১ ঘন্টা ৭ মিনিট আগে
৩১৫ দিন ৫ ঘন্টা ২৬ মিনিট আগে
৩১৬ দিন ২২ ঘন্টা ৫০ মিনিট আগে
৩১৬ দিন ২৩ ঘন্টা ৬ মিনিট আগে
৩১৮ দিন ১ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩২০ দিন ৩ ঘন্টা ২৬ মিনিট আগে
৩২০ দিন ৩ ঘন্টা ৫১ মিনিট আগে