বিরামপুর উপজেলা আওয়ামী লীগের অফিস উদ্বোধন করলেন শিবলী সাদিক এমপি
মোঃ আসাদুল ইসলাম (আসাদ) বিরামপুর উপজেলা প্রতিনিধি: দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় অফিস উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের দিনাজপুর -০৬ আসন (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট) সংসদ সদস্য শিবলী সাদিক।
তৃণমূল নেতাকর্মী ও সাধারণ মানুষ নিজ উপজেলায় অফিস হওয়া আনন্দিত।
আজ রোববার (২১মে-২০২৩ইং) পৌর শহরের নতুন বাজার আফতাব সুপার মার্কেট ভবনে বিকাল ০৫ ঘটিকায় অফিসের শুভ উদ্বোধন করেন, দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি।
এসময় উপস্থিত ছিলেন পৌর মেয়র অধ্যক্ষ আককাস আলী, বিরামপুর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুমার কুন্ডু, সহ-সভাপতি নাড়ুগোপাল কুন্ডু, যুগ্ন-সাধারণ সম্পাদক গোলজার হোসেন, দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন, কাঁঠালা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও অত্র ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ইউনুস আলী মন্ডল, ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তাঁতী লীগের সভাপতি চিত্তরঞ্জন পাহান,
৩নং খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক অধীর চন্দ্র মন্ডল, লুৎফর রহমান, ৩নং খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আসাদুল ইসলাম (আসাদ) বিরামপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল আহমেদ, বিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাধারণ আব্দুর রাজ্জাক, মাসুদ রানা, সহ-সভাপতি আজিজুর রহমান যুগ্ন সাধারণ সম্পাদক মুরাদ সহ সকল অঙ্গ সংগঠনের সকল স্তরের নেতাকর্মী আরও অনেকেই।
এছাড়াও স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সাংবাদিকসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।