আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হত্যার হুমকির’ প্রতিবাদে বিরামপুর উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সরকারি দলের নেতাকর্মীরা। এতে অংশ নিয়েছেন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরাও।
সোমবার (২২ মে) বিকালে বিরামপুর উপজেলা আওয়ামী লীগের নির্দেশে প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়েছেন বিরামপুর উপজেলার পৌর মেয়র আক্কাস আলী ভাইন্স চেয়ারম্যান বিরামপুর উপজেলা পরিষদ ও স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মেসবাউল মন্ডল (মেসবা) বিরামপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক খায়রুল আলম (মুকুট) বিরামপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, বিরামপুর উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আজিজুর রহমান বিরামপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা বিরামপুর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি সোয়াইব মন্ডল বিরামপুর পৌর সভার সভাপতি মোস্তাকিম উপজেলা আওয়ামী লীগ, সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা
এসব কর্মসূচিতে আওয়ামী লীগ নেতারা বলেন, বিএনপি সরকারকে ক্ষমতা থেকে হঠাতে ষড়যন্ত্র করছে। তার অংশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিয়েছে দলটির এক নেতা। এ জন্য রাজশাহী জেলা বিএনপির সভাপতি আবু সাঈদ চাঁদকে দ্রুত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এর পিছনের যাদের মদত জোগান দিচ্ছেন তাদের সকলকেই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
৪৩৪ দিন ২৩ ঘন্টা ১০ মিনিট আগে
৫০২ দিন ১৩ ঘন্টা ৪৮ মিনিট আগে
৫১৪ দিন ১২ ঘন্টা ৫৩ মিনিট আগে
৫২০ দিন ১৩ ঘন্টা ৫৮ মিনিট আগে
৫২২ দিন ১৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
৫২৮ দিন ১১ ঘন্টা ৪৭ মিনিট আগে