মোঃ আসাদুল ইসলাম (আসাদ) বিরামপুর উপজেলা প্রতিনিধি: নিজস্ব অর্থায়নে অসহায় শিক্ষার্থী নবম শ্রেণীর কে বই উপহার দিলেন দিনাজপুর জেলা যুবলীগের নেতা বুলবুল আহম্মেদ বিরামপুর উপজেলা শিবপুর উচ্চ বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী। বৃহস্পতিবার (৩১ই মে-০৫-২০২৩ইং) সকালে দিনাজপুর জেলা যুবলীগের নেতা বুলবুল আহমেদ বিরামপুর উপজেলা শিবপুর উচ্চ বিদ্যালয়ের উপস্থিত হয়ে প্রধান শিক্ষকের কক্ষে গরীব মেধাবী শিক্ষার্থীর হাতে বই তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন শিবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ আলী বই বিতরণ শেষে বলেন, জেলা যুবলীগ নেতা বুলবুল আহম্মেদ, এমন সহযোগিতার জন্য অত্র প্রতিষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিরামপুর উপজেলার অসহায় অর্থাভাবে যাতে কোনো গরীব শিক্ষার্থীর শিক্ষা জীবন নষ্ট না হয়, সে জন্য গরীব অসহায় মেধাবী শিক্ষার্থীদের জন্য আমার দরজা সব সময় খোলা থাকবে। অর্থ অভাবে লেখা পড়া বঞ্চিত না হয় আমার সর্বাধিক চেষ্টা অব্যাহত থাকবে সবসময়।