ষবাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) বিরামপুর উপজেলা কমিটির বর্ধিত সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমরেড এড. মেহেরুল ইসলাম, সভাপতি দিনাজপুর জেলা কমিটি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা নেতৃবৃন্দ কমরেড হাফিজার রহমান, কমরেড অমৃত। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কমরেড এখলাছুর রহমান চৌধুরী। সভায় বক্তব্য রাখেন কমরেড এডভোকেট মেহেরুল ইসলাম,, কমরেড হাফিজার রহমান, কমরেড রফিকুল ইসলাম সরাকার, কমরেড এখলাছুর রহমান চৌধুরী, কমরেড অমৃত রায়, কমরেড মনিরুজ্জামান ভূঁইয়া, এবং কমরেড তায়েজ উদ্দিন। সরকার দেশের মানুষের সাথে দুর্বৃত্তন লিপ্ত হয়েছে সরকারের মন্ত্রী এমপিরা দেশের ব্যাপক উন্নয়নের কথা বললেও দ্রব্যমুল্যের উর্ধ্বগতি সাধারন মানুষের বেচেঁ থাকাই এখন কঠিন হয়ে পড়েছে। ধনী শ্রেনী বাদে দেশের সিংহভাগ মানুষ অশান্তির মধ্যে দিন পথ পার করছেন। দেশের কেউ আজ শান্তিতে নেই। বর্তমান বুর্জোয়া শাসক গোষ্ঠী বিরুদ্ধে এক হতে হবে সকলকে। দুিনয়ার মজদুর এক হও শ্লোগান নিয়ে ১৪ জুলাই শুক্রবার সকালে বিরামপুর উপজেলা অস্থায়ী পার্টি অফিসে অনুষ্ঠিত হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বিরামপুর উপজেলা শাখার বর্ধিত সভা। উপজেলার বিভিন্ন স্তরের নেতা কর্মীদের উপস্থিত ছিলেন। আয়োজিত বর্ধিত সভায় স্থানীয় বক্তারা বলেন, আন্দোলন সংগ্রামকে বেগবান করতে হলে প্রতিটি উপজেলায় সাংগঠনিক ভাবে তৃনমুল পর্যায় থেকে নেতৃত্বকে বিকশিত করতে হবে। সরকার দলীয় নেতাকমীদের রক্তচক্ষু উপেক্ষা করে এবং পুলিশী ভয়ভীতি কাটিয়ে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে সকলকে এক কাতারে দাড়িয়ে সংগ্রাম করতে হবে।