বিরামপুর উপজেলা আওয়ামী লীগ সহ সকল অঙ্গ সংগঠন কে নিয়ে রংপুরে জননেত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে প্রস্তুতি আলোচনা সভা অনুষ্ঠিত হয়
মোঃ আসাদুল ইসলাম (আসাদ) বিরামপুর উপজেলা প্রতিনিধি: আসছে ২ই আগস্ট বাংলাদেশ আওয়ামীলীগের রংপুরের বিভাগীয় মহাসমাবেশ সফল করতে বিরামপুরে প্রস্তুতি সমাবেশ হয়েছে। সভায় বক্তরা সব মেরুকরন বাদ দিয়ে ঐক্যমত পোষন করেন।
২৭ জুলাই বৃহস্পতিবার বিকেল ৪টায় বিরামপুর উপজেলা অডিটরিয়াম হলরুমে বিরামপুর উপজেলা আওয়ামীলীগের আহবায়ক মিজানুর রহমান মন্ডলের সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন দিনাজপুর-৬ এর এমপি শিবলী সাদিক, দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলতাফুজ্জামান মিতা, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক রায়হান কবির সোহাগ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সাইফুদ্দিন আহমেদ, শিল্প বাণিজ্য সম্পাদক আখতারুজ্জামান, উপ-প্রচার সম্পাদক হোসেন, নির্বাহী সদস্য রুহুল আমিন সরদার, বিরামপুর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক খায়রুল আলম রাজু, সাবেক সিনিয়র সহ-সভাপতি শিবেশ কুন্ডু সাবেক সহ-সভাপতি নাড়ুগোপাল কুন্ডু
সমাবেশে বিরামপুর উপজেলা ও পৌর ইউনিয়ন আওয়ামীলীগ সহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ মহাসমাবেশ সফল করতে একমতে বক্তব্য রাখেন।