বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন আগামী ২ নভেম্বর অনুষ্ঠিত হবে। তিনি মনে করেন যে স্বপ্ন সেটা নয় যা আমরা ঘুমিয়ে দেখি, স্বপ্ন সেটা যা আমাদের কে ঘুমাতে দেয় না, তাই আমিনা খাতুন জেসমিন ঘুমাতে না দেওয়া স্বপ্ন কে বাস্তবে রুপান্তরিত করতে প্রচন্ড তাপদাহ আবার কখনো বৃষ্টি উপেক্ষা করে প্রার্থীরা গত কয়েকদিন ধরে ঘুরে বেড়িয়েছেন ভোটারদের দ্বারে দ্বারে। বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে নিজের সাধ্যমত চেষ্টা করেছেন ভোটারদের মন জয় করতে। প্রথম নির্বাচনকে সামনে রেখে মেয়র প্রার্থী ছাড়াও নারী কাউন্সিলররা পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে বিরামহীন প্রচারে ব্যস্ত সময় পার করছেন।
এর মধ্যে ৪,৫,৬ নং ওয়ার্ডে ( সংরক্ষিত আসন) চার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে এককভাবে চশমা মার্কা নিয়ে এগিয়ে রয়েছেন আমিনা খাতুন জেসমিন। ক্লিন ইমেজ, মানুষের মনোমূক্তকর সমর্থন দেখে চশমা মার্কার বিজয় নিশ্চিত দেখছেন ভোটার সমর্থকরা। ওই আসনে বাকি প্রার্থীরা হলেন- রাশনা বেগম (আনারশ ), করিমা বেগম (শাফলা ফুল), রুহেলা বেগম (অটোরিকশা)।
উল্লেখ্য, আগামী ২ নভেম্বর ভোট গ্রহণ। বিশ্বনাথ পৌরসভার মোট ভোটার সংখ্যা ৩৫ হাজার ৪৭০। পুরুষ ভোটার ১৮ হাজার ২৭৯, নারী ভোটার ১৭ হাজার ১৯১।
তথ্যসূত্র:রাসেল রহমান (সাপোর্টিং স্টাফ-মিডিয়া)
৬ ঘন্টা ১৬ মিনিট আগে
১১ ঘন্টা ৪ মিনিট আগে
৭ দিন ১১ ঘন্টা ১০ মিনিট আগে
৯ দিন ৩ ঘন্টা ২১ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৩৪ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
৯ দিন ৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
১১ দিন ৩ ঘন্টা ৫৭ মিনিট আগে