তরুণদের ‘থ্রি-জিরো’ ব্যক্তি হিসেবে নিজেকে তৈরির আহ্বান জানালেন ড. বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর ইউনূস ২-৪ বছর থাকলে দেশ সিঙ্গাপুর-মালয়েশিয়ার পথে এগিয়ে যাবে : ব্যারিস্টার ফুয়াদ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে' গাইবান্ধায় বি.এন.পি. অফিস ভাংচুরের মামলায় আওয়ামী লীগ নেতা রঞ্জু ও জসিম গ্রেফতার। লোহাগাড়া উপজেলা যুবদল কতৃক ঈদ পূনর্মিলনী ও কারা নির্যাতিত নেতাকর্মীদের সম্মননা স্মারক প্রদান অনুষ্টান সম্পন্ন। শ্রীমঙ্গলে দুর্লভ প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার অতিরিক্ত যাত্রী তোলায় যমুনায় নৌকাডুবি : একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ২ টাঙ্গাইলের ঘাটাইলে পরকীয়া সন্দেহে স্বামীর লিঙ্গ কেটে দিলো স্ত্রী চৌমুহনীর নৃশংস হামলায় মন্দিরে নতুন "বিগ্রহ প্রতিষ্ঠা" জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের মন্দির পরিদর্শন অভয়নগরে ফুচকা খেয়ে অসুস্থ রুগীদের পাশে খেলাফত মজলিসের নেতৃবৃন্দ এক্ষুনি বিশ্বনাথের ইউএনও'র লাগাম টেনে ধরুন ওয়াপদার নিচে ঘের মালিকদের বসানো অবৈধ পাইপ লাইন অপসারনে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে" ---খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ফিরোজ সরদার। এসএসসি পরীক্ষার্থী ২০২৫ বিদায়ী অনুষ্ঠান অনুষ্ঠিত চর বিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে চিলমারীতে মানববন্ধন আনুলিয়ায় প্লাবিত মানুষের মাঝে সুপেয় পানি বিতরণ শুরু জমকালো আয়োজনে যদুনাথ রি-ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত প্লাবিত এলাকা পরিদর্শণে বিভাগীয় কমিশনার, ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান চকরিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন পুড়ে ৮ বসতবাড়ি ঈদের ছুটিতে মৌলভীবাজারের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকদের ঢল নেমেছে

বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে HRA টিমের পর্যবেক্ষণ

বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে HRA টিমের পর্যবেক্ষণ 




সিলেটের বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন ২০২২ HRA পর্যবেক্ষণ টিমের প্রতিবেদন নিম্মে প্রদান করা হলো।


বাংলাদেশের বহুল বিসৃত ও জনপ্রিয়  আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন HRA -  হিউম্যান রাইটস এক্টিভিটিস


সিলেটের "বিশ্বনাথ পৌরসভার " প্রথম 

নির্বাচন উপলক্ষে ৯ টি ওর্য়াডের জন্য  ৩ সদস্যের পর্যবেক্ষণ টিম মোতায়েন করে। HRA সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা  রাজু আহম্মদ খানের সুপারিশক্রমে :-


একাধিকবার আন্তর্জাতিক পদক প্রাপ্ত সাহিত্যিক ও সাংবাদিক, মানবাধিকার গবেষক HRA আন্তর্জাতিক সম্পাদক কবি এস.পি.সেবুকে  টিম লিডার করে ও HRA সিলেট জেলা সদস্য   তরুন সংবাদকর্মী রাসেল রহমান,HRA সিলেট জেলা সদস্য ক্যামেরা পার্সন ছালেক উদ্দীকে সদস্য করে ৩ সদস্যের টিমের কার্ড সরবরাহ করে অনুমোদন দেন HRA কেন্দ্রীয় চেয়ারম্যান ( ভারপ্রাপ্ত) ডাঃ মো মসিউর রহমান,

মহাসচিব লায়ন মোঃ আজম খান।



২ নভেম্বর সিলেটের বিশ্বনাথের প্রথম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ৯ টি ওর্য়াডের মধ্যে ৮ নং ওর্য়াডের পুরুষ কাউন্সিলর ইলেকশন আইনী জটিলতার কারণে স্থগিত ছিলো।


এ নির্বাচনে ভোটারের উপস্থিতি সরব ছিলো,

প্রশাসনের ভূমিকা ছিলো শান্তিপূর্ণ ও নিরপেক্ষ। তবে রিটার্নিং অফিসার নিরপেক্ষ থাকলেও দায়িত্বরত সহকারী রিটার্নিং অফিসারের ভূমিকা ছিলো সন্দেহজনক। এছাড়াও কিছু কিছু কেন্দ্রের প্রিসাইডিং অফিসারগণ নিজেকে ম্যাজিট্রেটের মতো ক্ষমতাবান ভেবে দায়িত্বের অপব্যবহার করেন। 


শুধু তাই নয় ঐ সকল  অপ্রশিক্ষিত প্রিসাইডিং অফিসারগণ ইভিএম মেশিন ত্রুটি হলেও কোন সুরাহা করতে পারেননি। এবং কিছু কিছু প্রিসাইডিং অফিসারকে দেখে মনে হয় তারা প্রতিদ্বন্দ্বীকারী কাউন্সিলরদের কর্মী।


তবে বিছিন্ন কিছু ছোট ছোট ঘটনা ছাড়া শান্তিপূর্ণ ভোট সম্পূর্ণ হয়ে সর্বদলের

সমর্থিত ও তৃনমূল জনতার

প্রিয়নেতা সাবেক ২ বারের

উপজেলা চেয়ারম্যান জননেতা মুহিবুর রহমান প্রথম পৌর মেয়র হিসাবে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।


নিম্মে রেজাল্ট সিট ক্রমানুযায়ী বিবরণ দেয়া হলো :-


বিশ্বনাথ পৌরসভা নির্বাচন ২০২২

------------------------------------------- 

সংরক্ষিত ৩নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদের ফলাফল:- 

--------------------------------------------------------

    মোট ভোট = ১১,৯৬৭ টি। 

মোট কাস্টিং ভোট = ৭,০৯৯ টি।

মোট বৈধ      ভোট = ৭,০৪৯ টি।

মোট বাতিল ভোট  =      ৫০ টি।

মোট ভোটের হার   = ৫৯.৩২% ।

১/ লাকী বেগম                        =২,৬১৩ টি  ।

২/ মুক্তা রানী নাথ                    =২,১৯১ টি  ।

৩/ শিল্পী রানী দে                      =১,১৬১ টি ।

৪/ মায়ারুন নেছা                      =১,০৮৪ টি ।


(৩নং  সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে লাকী বেগম নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৪২২টি বেশী ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন)


নিম্নে ৩ নং  সংরক্ষিত ওয়ার্ডের  ৭টি কেন্দ্রে মহিলা কাউন্সিলর পদে কে কত ভোট পেলেন :-


বিশ্বনাথ পৌরসভা নির্বাচন ২০২২

------------------------------------------- 

সংরক্ষিত ২নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদের ফলাফল:- 

--------------------------------------------------------

    মোট ভোট = ১০,৩২৩ টি। 

মোট কাস্টিং ভোট = ৬,৩৯০ টি।

মোট বৈধ      ভোট = ৬,৩৫৮ টি।

মোট বাতিল ভোট  =      ৩২ টি।

মোট ভোটের হার   = ৬১,৯০% ।

১/ রাসনা বেগম                            =২,৩৩৮ টি  ।

২/ আমিন খাতুন জেসমিন            =২,০৫৭ টি  ।

৩/ মোছাঃ রুহেলা বেগম               =১,৫৫৫ টি ।

৪/ মোছাঃ করিমা বেগম                   =৪০৮ টি ।


(২নং  সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে রাসনা বেগম নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৮১টি বেশী ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন)


নিম্নে ২ নং  সংরক্ষিত ওয়ার্ডের  ৭টি কেন্দ্রে মহিলা কাউন্সিলর পদে কে কত ভোট পেলেন :-

বিশ্বনাথ পৌরসভা নির্বাচন ২০২২

------------------------------------------- 

সংরক্ষিত ১নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদের ফলাফল:- 

--------------------------------------------------------

    মোট ভোট = ১৩,১৮০ টি। 

মোট কাস্টিং ভোট = ৭,৩৩৪ টি।

মোট বৈধ      ভোট = ৭,৩১০ টি।

মোট বাতিল ভোট  =      ২৪ টি।

মোট ভোটের হার   = ৫৫.৬৪% ।

১/ সাবিনা ইয়াসমিন                     =২,৭৯৫ টি  ।

২/ মোছাম্মাৎ নাছিমা বেগম          =১,৬৫৮ টি  ।

৩/ মোছাঃ শাহেনা বেগম               =১,৪৪৬ টি ।

৪/ নুরুন্নাহার ইয়াসমিন                     =৭৩১ টি ।

৫/ হেলেনা ইয়াছমিন                         =৩৭৯ টি ।

৬/ মোছাঃ নেহারা বেগম                    =৩০১ টি ।


(১নং  সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর পদে সাবিনা ইয়াসমিন নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১,১৩৭টি বেশী ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন)


নিম্নে ১ নং  সংরক্ষিত ওয়ার্ডের  ৬টি কেন্দ্রে মহিলা কাউন্সিলর পদে কে কত ভোট পেলেন :-


বিশ্বনাথ পৌরসভা নির্বাচন ২০২২

------------------------------------------- 

            মোট ভোট = ৩৫,৪৭০ টি। 

মোট কাস্টিং ভোট = ২০,৮২৩ টি।

মোট বৈধ      ভোট = ২০,৭৬০ টি।

মোট বাতিল ভোট  =         ৬৩ টি।

মোট ভোটের হার   = ৫৮.৭১ % ।


মেয়র পদে কে কত ভোট পেলেন ।

--------------------------------------------- 

১/ মুহিবুর রহমান                  =৮,৪৭৪টি  ।

২/ মোঃ ফারুক আহমদ        =৩,২৬৩টি  ।

৩/ মুমিন খান মুন্না                 =৩,০৭০টি  ।

৪/ মোঃ জালাল উদ্দিন          =৩,০১৭টি ।

৫/ মোহাম্মদ শিব্বীর আহমদ =১,৪২৯টি ।

৬/ মোঃ ফয়জুল ইসলাম         =৮৩৮টি ।

৭/ সফিক উদ্দিন                     =৬৬৯টি ।   


(মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী মুহিবুর রহমান জগ প্রতিক নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে =৫,২১১টি ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন)।


নিম্নে ২০টি কেন্দ্রে মেয়র পদে কে কত ভোট পেলেন :-


বিশ্বনাথ পৌরসভা নির্বাচন ২০২২

------------------------------------------- 

৯নং ওয়ার্ডের কাউন্সিলর পদের ফলাফল:- 

--------------------------------------------------------

    মোট ভোট = ৪,২৭২ টি। 

মোট কাস্টিং ভোট = ২.৭৮৪ টি।

মোট বৈধ      ভোট = ২.৭৬৭ টি।

মোট বাতিল ভোট  =      ১৭ টি।

মোট ভোটের হার   = ৬৫.১৭% ।

১/ মোঃ শামীম আহমদ                          =৮৭০ টি  ।

২/ হাজী মোঃ ফয়জুর রহমান                 =৬৩৯ টি  ।

৩/ মোঃ ইছাক আলী                               =৪৬২ টি ।

৪/ মোঃ আব্দুল শহিদ                              =৩৭২ টি ।

৫/ ক্বারী শফিকুল ইসলাম শরীফ উদ্দিন  =২১৯  টি ।

৬/ মোহাম্মদ ইসলাম উদ্দিন                    =২০৫ টি ।


(৯নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মোঃ শামীম আহমদ নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২৩১টি বেশী ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন)


নিম্নে ৯ নং ওয়ার্ডের  ৪টি কেন্দ্রে  কাউন্সিলর পদে কে কত ভোট পেলেন :-


বিশ্বনাথ পৌরসভা নির্বাচন ২০২২

------------------------------------------- 

৭নং ওয়ার্ডের কাউন্সিলর পদের ফলাফল:- 

--------------------------------------------------------

    মোট ভোট = ৪,৬৭১ টি। 

মোট কাস্টিং ভোট = ২.৬৩৪ টি।

মোট বৈধ      ভোট = ২.৬২০ টি।

মোট বাতিল ভোট  =      ১৩ টি।

মোট ভোটের হার   = ৫৬.৩৭% ।

১/ জহুর আলী                             =৮০৬ টি  ।

২/ মো হেলাল মিয়া                       =৫৯৪ টি  ।

৩/ সায়েফ আহমদ                        =৪৭৯ টি ।

৪/ ইশতিয়াক আহমদ খান            =২৯৫ টি ।

৫/ মোঃ শাহজাহান আলী              =১৮৭ টি ।

৬/ রাজু আহমদ খান                     =১৩১ টি ।

৭/ মোঃ নুর মিয়া                           =১২৮ টি ।


(৭নং ওয়ার্ডে কাউন্সিলর পদে জহুর আলী নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ২১২টি বেশী ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন)


নিম্নে ৭ নং ওয়ার্ডের  ২টি কেন্দ্রে  কাউন্সিলর পদে কে কত ভোট পেলেন :-


বিশ্বনাথ পৌরসভা নির্বাচন ২০২২

------------------------------------------- 

৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদের ফলাফল:- 

--------------------------------------------------------

    মোট ভোট = ৩.৯৬৪ টি। 

মোট কাস্টিং ভোট = ২.৪৮১ টি।

মোট বৈধ      ভোট = ২.৪৭৫ টি।

মোট বাতিল ভোট  =       ৬ টি।

মোট ভোটের হার   = ৬২.৫৯% ।

১/ বারাম উদ্দিন                            =৬৯৭ টি  ।

২/ এনাম হোসেন                           =৫৩৬ টি  ।

৩/ মোঃ আব্দাল মিয়া                    =৩৮৪ টি ।

৪/ তালেব আহমদ গোলাপ            =২৬৯ টি ।

৫/ আমির আলী                            =২২৭ টি ।

৬/ মোঃ মতছির আলী                    =১৯০ টি ।

৭/ মোঃ সাইদুর রহমান                   =১৭২ টি ।


(৬নং ওয়ার্ডে কাউন্সিলর পদে বারাম উদ্দিন  নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৩১টি বেশী ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন)


নিম্নে ৬ নং ওয়ার্ডের  ২টি কেন্দ্রে  কাউন্সিলর পদে কে কত ভোট পেলেন :-


বিশ্বনাথ পৌরসভা নির্বাচন ২০২২

------------------------------------------- 

৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদের ফলাফল:- 

--------------------------------------------------------

    মোট ভোট = ৩.৩৩২ টি। 

মোট কাস্টিং ভোট = ২.০৬৭ টি।

মোট বৈধ      ভোট = ২.০৫৯ টি।

মোট বাতিল ভোট  =       ৮ টি।

মোট ভোটের হার   = ৬২.০৩% ।

১/ রফিক মিয়া                            =১.৩৩১ টি  ।

২/ মোঃ মাসুক আলী                      =৩৮৯  টি  ।

৩/ মোঃ আয়না মিয়া                      =১৯৭  টি ।

৪/ মোঃ আব্দুল জলিল                  =১৪২  টি ।


(৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে রফিক মিয়া নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৯৪২টি বেশী ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন)


নিম্নে ৫ নং ওয়ার্ডের  ৩টি কেন্দ্রে  কাউন্সিলর পদে কে কত ভোট পেলেন :-


বিশ্বনাথ পৌরসভা নির্বাচন ২০২২

------------------------------------------- 

৪ নং ওয়ার্ডের কাউন্সিলর পদের ফলাফল:- 

--------------------------------------------------------

    মোট ভোট = ৩.০২৭ টি। 

মোট কাস্টিং ভোট = ১.৮৪২ টি।

মোট বৈধ      ভোট = ১.৮৩৭ টি।

মোট বাতিল ভোট  =       ৫ টি।

মোট ভোটের হার   = ৬০.৮৫% ।

১/ মোঃ মুহিবুর রহমান বাচ্চু           =৭৭২ টি  ।

২/ মোঃ আব্দুল তাহিদ                   =৫৭৯ টি  ।

৩/ মোঃ জাবের হোসেন                  =২৮৯ টি ।

৪/ মোঃ ফজল খান                        =১৪০ টি ।

৫/ মোঃ সোনাফর আলী                    =৫৭ টি ।


(৪নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মোঃ মুহিবুর রহমান বাচ্চু  নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৯৩টি বেশী ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন)


নিম্নে ৪ নং ওয়ার্ডের  ২টি কেন্দ্রে  কাউন্সিলর পদে কে কত ভোট পেলেন :-


বিশ্বনাথ পৌরসভা নির্বাচন ২০২২

------------------------------------------- 

৩ নং ওয়ার্ডের কাউন্সিলর পদের ফলাফল:- 

--------------------------------------------------------

    মোট ভোট = ৩.৪২৭ টি। 

মোট কাস্টিং ভোট = ২.০০০ টি।

মোট বৈধ      ভোট = ১.৯৯৬ টি।

মোট বাতিল ভোট  =       ৪ টি।

মোট ভোটের হার   = ৫৮.৩৬% ।

১/ মোহাম্মদ সুমন                         =৫৭৯ টি  ।

২/ মোঃ সানুর আলী                      =৪১০ টি  ।

৩/ মোঃ রফিকুল ইসলাম ফিরোজ =৩৮৪ টি ।

৪/ মোঃ জয়নাল আবেদীন             =৩২৮ টি ।

৫/ রফিক আলী                             =২৯৬ টি ।


(৩নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মোহাম্মদ সুমন  নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১৬৮টি বেশী ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন)


নিম্নে ৩ নং ওয়ার্ডের  ২টি কেন্দ্রে  কাউন্সিলর পদে কে কত ভোট পেলেন :-

বিশ্বনাথ পৌরসভা নির্বাচন ২০২২

------------------------------------------- 

২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদের ফলাফল:- 

--------------------------------------------------------

 ওয়ার্ডের মোট ভোট  = ৪.৮১৯ টি। 

মোট কাস্টিং ভোট     = ২.৪৮১ টি।

মোট বৈধ      ভোট     = ২.৪৬৮ টি।

মোট বাতিল ভোট       =       ১৩টি।

মোট ভোটের হার        = ৫১.৪৮% ।

১/ মোঃ ফজর আলী                       =৫৩২ টি  ।

২/মোঃ আব্দুস সোবহান                  =৩৯৭ টি  ।

৩/ নাসির উদ্দিন                              =৩৬৬ টি ।

৪/ মোঃ রাজন আহমদ অপু             =৩২৫ টি ।

৫/ আল হেলাল                               =২৮৪ টি ।

৬/ আছাব আলী                              =১১৯ টি ।

৭/ মোঃ গিয়াস উদ্দিন                       =১০৪টি ।   

৮/ গোবিন্দ দাশ                                  =৯৯ টি ।

৯/ বিভাষ পাল                                    =৯৬ টি ।

১০/ আব্দুস সালাম                              =৬৫ টি ।

১১/ পুলক সিংহ বন্ধু                            =৫৬ টি ।

১২/ আব্দুল মতিন                                =২৫ টি ।


(২নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মোঃ ফজর আলী  নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে মাত্র ১৩৫টি বেশী ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন)


নিম্নে ২ নং ওয়ার্ডের  ২টি কেন্দ্রে  কাউন্সিলর পদে কে কত ভোট পেলেন :-


বিশ্বনাথ পৌরসভা নির্বাচন ২০২২

------------------------------------------- 

১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদের ফলাফল:- 

--------------------------------------------------------

    মোট ভোট = ৪.৯৩৪ টি। 

মোট কাস্টিং ভোট = ২.৫৮৩ টি।

মোট বৈধ      ভোট = ২.৮৪৩ টি।

মোট বাতিল ভোট  =       ১০টি।

মোট ভোটের হার   = ৫৭.৮২% ।

১/ মোঃ রাজুক মিয়া রাজ্জাক       =১.২৭৯ টি  ।

২/ মোস্তাক আহমদ                         =৪৯১ টি  ।

৩/ মোঃ অলিউর রহমান বাবলু         =৩৩৩ টি ।

৪/ মোঃ নজরুল ইসলাম দুলাল        =২৭৭ টি ।

৫/ শাহিন আহমদ                             =২০৯ টি ।

৬/ মোঃ দিলুয়ার হোসেন সজিব         =১২৯ টি ।

৭/ মোঃ মনির উদ্দিন                           =৭৬ টি ।   

৮/ সাইদুর রহমান রাজু                        =৪৯ টি ।


(১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মোঃ রাজুক মিয়া রাজ্জাক নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৭৮৮টি বেশী ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন)


নিম্নে ১ নং ওয়ার্ডের  ২টি কেন্দ্রে  কাউন্সিলর পদে কে কত ভোট পেলেন :-

Tag
আরও খবর