চাঁপাইনবাবগঞ্জে যথাযথ মর্যাদায় বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়েছে।
১৪ ডিসেম্বর বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে বিকেল বঙ্গবন্ধু মঞ্চ ডিসি কার্যালয় চত্বরে আলোচনা সভা ও ডকুমেন্টারি প্রদর্শন অনুষ্ঠিত হয়।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিভ খানের সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বুদ্ধিজীবী দিবসে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করেন, মাননীয় সংসদ সদস্য শিবগঞ্জ ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মাননীয় সংসদ সদস্য সংসদীয় আসন (৩৩৮) ফেরদৌস ইসলাম জেসি, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, বীর মুক্তিযোদ্ধা মোমিন উদ দোলা, নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ শংকর কুমার কুন্ড, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ বকুল। এছাড়াও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপ-পরিচালক দেবেন্দ্রনাথ উরাঁও, অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব উল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার রওশান আলী, এলজি ইডি নির্বাহী অফিসার মোজাহার আলী প্রামানিক, মাদক মাদকদ্রব্য উপ-পরিচালক আনিসুর রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাকিবুল আহসান। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরীন ঝিনুকসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধগন।
উল্লেখ্য, সকালে মহানন্দা ব্রীজ সংলগ্ন এলাকায় বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এর শাহাদাত বরন স্থলে নির্মিত স্মৃতিফলকে পুষ্পর্পক অর্পণ করা হয়, বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর এবং শহীদ মেজর নাজমুল হক এর সমাধীস্থলে পুষ্পর্পক অর্পণ ও সোনামসজিদ সংলগ্ন শহীদ বিন্দের গণকবরে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
৫২৯ দিন ২৩ ঘন্টা ২১ মিনিট আগে
৫৮০ দিন ৮ ঘন্টা ৪ মিনিট আগে
৬০৯ দিন ১০ ঘন্টা ২২ মিনিট আগে
৬০৯ দিন ১০ ঘন্টা ২৭ মিনিট আগে
৬১৬ দিন ১২ ঘন্টা ২ মিনিট আগে
৬৩৮ দিন ২২ ঘন্টা ৩৬ মিনিট আগে
৬৪১ দিন ৩২ মিনিট আগে
৭০৯ দিন ১৬ ঘন্টা ১৩ মিনিট আগে