হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ সারাদেশের ন্যায় কুড়িগ্রামের চিলমারীতে "কোটাবৈষম্য নিরসনের একদফা দাবীসহ বাংলা ব্লকেড" এই স্লোগানকে সামনে রেখে, ন্যাক্কারজনক হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং ছাত্রসমাবেশ করেছেন, উপজেলা সংস্কার পন্থি শিক্ষার্থীরা। আজ রোববার (৪ আগষ্ট) বিকালে ৪টার দিকে উপজেলার কলেজ মোড় থেকে সাধারন শিক্ষার্থীদের একটি মিছিল বের হয়েছে। এর পরে ছাত্রদলের নেতৃত্বে আরও একটি বিক্ষোভ মিছিল বের হয়েছে। মিছিল দুটি উপজেলার এলএসডি মোড়, রনি মোড় হয়ে বাজার ঘুরে আবারও কলেজ মোড়ে এসে শেষ হয়েছে। ছাত্রদলের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলটি চলে যাওয়ার পর, সেখানে সাধারন শিক্ষার্থীরা রাস্তায় বসে অবস্থান করেন। ঘন্টাব্যাপী এই অবস্থান সমাবেশে "এক দফা এক দাবী" নিয়ে বিভিন্ন বিষয়ে উপর বক্তব্য রাখেন সাধারণ শিক্ষার্থীরা। এ বিষয়ে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণ কৃষ্ণ দেবনাথ বলেন, শিক্ষার্থীরা খুবই শান্তিপূর্নভাবে মিছিল করেছেন। মিছিল এবং সমাবেশকে ঘিরে অনাকাঙ্খিত কোন ধরনের ঘটনা ঘটেনি। এবং এরকম কোন খারাপ পরিবেশ ও ছিল না, তবে পরিবেশ অনেক টাই স্বাভাবিক ছিল বলে জানান তিনি।
৭ ঘন্টা ৮ মিনিট আগে
১৫ দিন ৭ ঘন্টা ২৭ মিনিট আগে
১৮ দিন ৬ ঘন্টা ১৯ মিনিট আগে
২৪ দিন ৪ ঘন্টা ২৭ মিনিট আগে
২৬ দিন ৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩৩ দিন ৭ ঘন্টা ১ মিনিট আগে
৩৫ দিন ৪ ঘন্টা ২০ মিনিট আগে
৪০ দিন ৫ ঘন্টা ৩৮ মিনিট আগে