শিক্ষকদের হাত ধরেই শিক্ষা ব্যবস্থার রূপান্তর শুরু প্রতিপাদ্যকে ধারন করে
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে শিক্ষক দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা ২৭ অক্টোবর ( বৃহস্পতিবার ) সকাল ১০ টায় চট্টগ্রাম কলেজ ফটক থেকে শুরু হয়ে চট্টগ্রাম প্রেসক্লাব প্রাঙ্গনে এসে শেষ হয়। চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ ও শিক্ষক দিবস উদ্যাপন কমিটির আহবায়ক অধ্যক্ষ মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত র্যালিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওমরগণি এম.ই.এস.কলেজের অধ্যক্ষ ও শিক্ষক দিবস উদ্যাপন কমিটির সদস্য আ.ন.ম.সরওয়ার আলম, বায়তুশ শরফ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলনা আমিনুল ইসলাম, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার লুৎফুর নাহার, চট্টগ্রামের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ শহিদুল ইসলাম, কাজ আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সানজিদা মোখতার তানজিন, ডাঃ খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেদা আকতার, ন্যাশনাল প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষিকা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চট্টগ্রাম ও শিক্ষক দিবস ২০২২ উদ্যাপন কমিটির সদস্য সচিব মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী, সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা চট্টগ্রাম অঞ্চল চট্টগ্রামের উপ-পরিচালক প্রফেসর হোসাইন আহমেদ আরিফ ইলাহী, মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক ড. গাজী গোলাম মাওলা, মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপ-পরিচালক দেবব্রত দাশ। উক্ত র্যালি আরো উপস্থিত ছিলেন হাজী মোঃ সরকারি মহসিন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ কামরুল ইসলাম, সরকারি সিটি কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ প্রফেসর ড. সুদীপা দত্ত, সরকারি কমার্স কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ প্রফেসর সুসেন কুমার বড়ুয়া, বাকলিয়া সরকারি কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ জসিম উদ্দীন খান, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার নূর, আগ্রাবাদ মহিলা কলেজ চট্টগ্রামের অধ্যক্ষ কৃঞ্চ কান্তি দত্ত, টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর এম. নাসির উদ্দীন মজুমদার, কলেজিয়েট স্কুল চট্টগ্রামের প্রধান শিক্ষক মোহাম্মদ সিরাজুল ইসলাম, হাজী মোঃ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয়ের চট্টগ্রামের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আমিন, সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় চট্টগ্রামের প্রধান শিক্ষক মমতাজ বেগম, শিক্ষা চিন্তক অধ্যাপক শামসুদ্দীন শিশির প্রমুখ।
সভায় বক্তৃরা বলেন - শিক্ষকরাই ইতিবাচক সমাজ বিনির্মানের অন্যতম হাতিয়ার। শিক্ষকদের মাধ্যমেই একটি সুন্দর, মানবিক মূল্যবোধ সম্পন্ন প্রযুক্তি নির্ভর উন্নত বাংলাদেশ গড়া সম্ভব। যা করোনা কালেই শিক্ষকবৃদ তাদের কর্মের সফলতা দেখিয়ে সারা বিশ্বে সুনাম অর্জন করেন।
১৯ দিন ১৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
২২ দিন ১৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
৭৫ দিন ২২ ঘন্টা ৬ মিনিট আগে
৭৮ দিন ২ ঘন্টা ৩৭ মিনিট আগে
৮০ দিন ২০ ঘন্টা ৩৬ মিনিট আগে
৮০ দিন ২১ ঘন্টা ৫০ মিনিট আগে
১০২ দিন ১৯ ঘন্টা ১১ মিনিট আগে
১০৩ দিন ২০ ঘন্টা ১৮ মিনিট আগে