চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা সিজেকেএস সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তুলতে হলে শুধু মাঠের অনুশীলন বা প্রশিক্ষণ নয়। এসবের পাশাপাশি নিজের জীবনাচরণেও ডিসিপ্লিন গ্রহণ করতে হবে। খাদ্যাভ্যাস, বিশ্রাম, পরিশ্রম, অনুশীলন সবকিছুতে রুটিন লাইফ মেনে চলতে হবে। জীবনাচরণ দুর্বলতার কারণে অনেক মেধাবী খেলোয়াড়কে অসময়ে বিদায় নিতে হয়েছে।
২৮ অক্টোবর ( শুক্রবার ) বিকেলে নগরীর জিউসি মোড়স্থ একটি রেস্টুরেন্টে চন্দনাইশ ব্রাদার্স ইউনিয়ন ক্রীড়া একাডেমির জার্সি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
চন্দনাইশ ব্রাদার্স ইউনিয়ন ক্রীড়া একাডেমির সভাপতি মুহাম্মদ শাহেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী হাসান মাহমুদ হাসনী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. তিমির বরণ চৌধুরী, বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডিজিএম একরাম হোসেন, চন্দনাইশ সমিতির সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, বনজৌর রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আক্কাস উদ্দিন, মো মঈন উদ্দিন, সিজেকেএস কাউন্সিলর সাইফুল আলম বাপ্পী, পীর হেলাল উদ্দিন ও সামিউল ইসলাম মাহিন বক্তব্য রাখেন।
১৯ দিন ১৭ ঘন্টা ৫০ মিনিট আগে
২২ দিন ১৭ ঘন্টা ৫১ মিনিট আগে
৭৫ দিন ২২ ঘন্টা ১১ মিনিট আগে
৭৮ দিন ২ ঘন্টা ৪২ মিনিট আগে
৮০ দিন ২০ ঘন্টা ৪১ মিনিট আগে
৮০ দিন ২১ ঘন্টা ৫৫ মিনিট আগে
১০২ দিন ১৯ ঘন্টা ১৬ মিনিট আগে
১০৩ দিন ২০ ঘন্টা ২৩ মিনিট আগে