লন্ডন প্রবাসীদের সমন্বয়ে গড়া শাহজালাল ইউনিটি এফ সি ফুটবল টিম এবং বন্দর-পতেঙ্গা হালিশহরের সাবেক ফুটবলারদের নিয়ে গঠিত পতেঙ্গা ফুটবল একাডেমির মধ্যেকার প্রীতি প্রদর্শনী ফুটবল ম্যাচ টিএসপি স্কুল মাঠে শুক্রবার (২৮অক্টোবর) অনুষ্ঠিত হয়।
তীব্র প্রতিধন্ধিতা পূর্ণম্যাচে প্রাক্তণ ফুটবলার মোঃলোকমান হোসেনের নেতৃত্বে পতেঙ্গা ফুটবল একাডেমি ২-০গোলে সফরকারী লন্ডন প্রবাসীদের শাহজালাল ইউনিটি এফ সি কে পরাজিত করে চ্যাম্পিয়ন ট্রপি লাভ করে । দলের পক্ষে গোল দুটি করেন সাবেক তারকা ফুটবলার মোঃ সবুজ ও আব্বাস উদ্দিন।
প্রীতি প্রদর্শনী ফুটবল ম্যাচে আরো সাবেক তারকা ফুটবলার হচ্ছেন জাহাঙ্গীর আলম মিন্টু, মোঃ তাহের (কিপার),সাইফুর রহমান ,মিনটু, মোঃ নাজির আহম্মেদ, তুফান, মোঃআসলাম,মোঃ জাহিদ ইউসুপ,মোঃ ইকবাল, মোঃ বেলাল,মানস,ওয়াহিদ, ইমতিয়াজ,মন্জু, দেলোয়ার,কাদের মোল্লা , সালাউদ্দিন সহ আরো অনেকে।শাহজালাল ইউনিটি এফ সির পক্ষে মহি মাহাবুব, জানে আলম,সুয়ান,অহিন-অনিক,সাজিব,আব্বাসী,কিমান সহ আরো অনেক প্রবাসী ফুটবলার।
খেলা পরিচালনা করেন- রেফারী মোঃ জসিম উদ্দিন, সহকারী-তৈয়ব আলী, মোঃ হারুন এবং ৪র্থ রেফারী মোঃ কামাল উদ্দিন। ম্যাচের চলতি ধারাবিবরণী দেন ক্রীড়া ধারাভাষ্যকার শরীফ মাহাবুবুল হক।
৭০মিনিটের খেলা শেষে পুরস্কার বিতরণী সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চসিক কাউন্সিলর হাজী জিয়াউল হক সুমন, মহিলা কাউন্সিলর মিসেস শাহানুর বেগম, আব্দুল বারেক কোং, কাউন্সিলর প্রতিনিধি ওয়াহিদ চৌধুরী,তাহের এন্ড ব্রার্দাসের পরিচালক মোঃ মুনতাসির মামুন,টিএসপির সিবিএ সাঃসম্পাদক ও সিজেকেএস কাউন্সিলর মোঃ শহিদুল ইসলাম শহিদ,পতেঙ্গা ফুটবল একাডেমির পরিচালক মোঃ মুজিবুল হক,ক্রীড়া সংগঠক এস.এ মহিউদ্দিন খালেদ মুন্না ,অনুষ্ঠানের স্পন্সর পরিচালক টিটু দেব, ইমতিয়াজ চৌধুরী।
পতেঙ্গা ফুটবল একাডেমির পরিচালক ও সংগঠক মোঃ নজরুল ইসলাম মিন্টু ও মোঃ জাবেদ হোসেনের সমন্বয়ে পুরস্কার বিতরণী সভায় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মোঃ সেলিম রেজা,হামিদুল হক,এম.এ রউফ, জামাল উদ্দিন, আক্তার হোসেন এবং পতেঙ্গা ফুটবল একাডেমির সাধারণ সম্পাদক মোঃ সাইফুর রহমান মিন্টু।
খেলায় অংশ নেওয়া সকল খেলোয়াড়দের ব্যক্তিগত ট্রফি সহ চ্যাম্পিয়ন,রানার্সআপ দলের ট্রফি প্রদান করা হয় । এবং রাতে খেলোয়াড়দের সন্মানে প্রীতিভোজের আয়োজন করা হয় ।
১৯ দিন ১৭ ঘন্টা ৪৩ মিনিট আগে
২২ দিন ১৭ ঘন্টা ৪৪ মিনিট আগে
৭৫ দিন ২২ ঘন্টা ৪ মিনিট আগে
৭৮ দিন ২ ঘন্টা ৩৫ মিনিট আগে
৮০ দিন ২০ ঘন্টা ৩৪ মিনিট আগে
৮০ দিন ২১ ঘন্টা ৪৮ মিনিট আগে
১০২ দিন ১৯ ঘন্টা ৯ মিনিট আগে
১০৩ দিন ২০ ঘন্টা ১৬ মিনিট আগে