ঐতিহাসিক জেল হত্যা দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরীর পুরাতন রেলস্টেশন, কাজীর দেউড়ি, ডিসি হিল এলাকায় এতিম, দুস্থ ও পথচারীদের খাবার বিতরণ করা হয়েছে।
২ নভেম্বর ( বুধবার ) বিকেল ৪ টায় এসব খাবার বিতরণ করেন আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবর।
এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার পর জাতীয় চার নেতাকে হত্যা করে দেশে আরেকটি কলঙ্কতম অধ্যায় রচনা করা হয়েছিল। বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ যাতে ঘুরে দাঁড়িয়ে আর এগোতে না পারে এবং স্বাধীনতা যাতে ব্যর্থ হয়, বাংলাদেশ যাতে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয় এবং আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার চক্রান্ত করে স্বাধীনতাবিরোধী চক্র অগ্রসর হয়।
এরই অংশ হিসেবে এবং এ দেশে যাতে কোনো দিন স্বাধীনতার সপক্ষের শক্তি মাথা তুলে দাঁড়াতে না পারে, সে জন্য রাজনৈতিক নেতাকর্মীদের ওপর অত্যাচার, হত্যা, নির্যাতনের ষড়যন্ত্র শুরু করে। সেই ষড়যন্ত্র থেকেই জেলখানার ভেতরে এই হত্যাকাণ্ড সংঘটিত করে স্বাধীনতাবিরোধী চক্র।
খাবার বিতরণকালে উপস্থিত ছিলেন নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা প্রশান্ত চৌধুরী যীশু, শিবু প্রসাদ চৌধুরী, এএম কুতুব উদ্দিন চৌধুরী, নাসির উদ্দিন ফাহিম, মোরশেদ আলম, দেলোয়ার হোসেন, মায়মুন উদ্দিন মামুন, রুপম সরকার প্রমুখ।
১৯ দিন ১৭ ঘন্টা ৫৩ মিনিট আগে
২২ দিন ১৭ ঘন্টা ৫৩ মিনিট আগে
৭৫ দিন ২২ ঘন্টা ১৩ মিনিট আগে
৭৮ দিন ২ ঘন্টা ৪৪ মিনিট আগে
৮০ দিন ২০ ঘন্টা ৪৪ মিনিট আগে
৮০ দিন ২১ ঘন্টা ৫৭ মিনিট আগে
১০২ দিন ১৯ ঘন্টা ১৮ মিনিট আগে
১০৩ দিন ২০ ঘন্টা ২৫ মিনিট আগে