ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা কুবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন যৌথবাহিনীর অভিযানে গাঁজা সহ গ্রেফতার-৩ বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা কমিটি গঠন করা হয়েছে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণঅভ্যুত্থান হয়নি: নাহিদ বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে মাভাবিপ্রবি ভেতরে পরীক্ষা, বাইরে অপেক্ষা আর উৎকণ্ঠা রামগড়ে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১ আহত ৭ কুবিতে ১২টি কেন্দ্রে একযোগে চলছে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক, অস্ত্র ও কার্তুজ উদ্ধার ঈশ্বরগঞ্জে ওয়াইপিএজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ক্ষমা ও ক্ষতিপূরণের বাংলাদেশের দাবির উল্লেখ নেই পাকিস্তানের ভাষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠ আজ লালপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের দিন বদলে কাজ করবে : সাবেক এমপি মোশারফ বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সামাজিক ভাবে হেয় ,অন্যায্য ভাবে আল্টিমেটামের তীব্র প্রতিবাদ কেন্দ্র ঘোষিত শ্রমিক যোগাযোগ পক্ষ পালন বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আনুলিয়ায় একশত পরিবারের

চবিতে আন্তর্জাতিক গবেষণা ও প্রকাশনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘কমিউনিকেশন এন্ড জার্নালিজম রিসার্চ এসোসিয়েশন’ এর উদ্যোগে দিনব্যাপি ‘ইন্টারন্যাশনাল রিচার্স ওয়ার্কশপ’ ১৪ নভেম্বর  সোমবার  সকাল ৯  টায় চবি সমাজ বিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।   

উক্ত ওয়ার্কশপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর সিরাজ উদ দৌল্লাহ এবং চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর এস এম মনিরুল হাসান। চবি সাংবাদিকতা বিভাগের সভাপতি ড. মোঃ শহীদুল হকের সভাপতিত্বে ওয়ার্কশপে মুল প্রবন্ধ উপস্থাপন করেন মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টার ফর ন্যানো-ম্যাটেরিয়ালস এন্ড এনার্জি টেকনোলোজি’র প্রধান ও যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. সাইদুর রহমান। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন চবি যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোরশেদুল ইসলাম, মোঃ আবুল কালাম আজাদ এবং চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জনাব মোঃ সাবির হোসাইন। 

 উপ-উপাচার্য (একাডেমিক) তাঁর বক্তব্যে দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত উপস্থিত শিক্ষক-গবেষক ও শিক্ষার্থীদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অন্যতম লক্ষ হলো নতুন নতুন উদ্ভাবনধর্মী গবেষণার মাধ্যমে জ্ঞান সৃজন ও তা বিতরণ। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জ্ঞান-গবেষণার অন্যতম উর্বর ক্ষেত্র। এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকবৃন্দ নিজ নিজ গবেষণাকর্মের মাধ্যমে বিশ্ব দরবারে স্বনামধন্য। তিনি বলেন, এ ধরণের আন্তর্জাতিক সেমিনার, সিম্পোজিয়াম, ওয়ার্কশপ যত বেশী অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষক এবং শিক্ষার্থীবৃন্দের মধ্যে জ্ঞানের আদান-প্রদানের মাধ্যমে জ্ঞান-গবেষণার ক্ষেত্র ততবেশি সম্প্রসারিত হবে পাশাপাশি বিশ্ববিদ্যালয়ও সমৃদ্ধ হবে। ওয়ার্কশপে আগত গবেষকবৃন্দের পারস্পরিক মিথস্ক্রিয়ার ফলে গবেষণা নব নব দিক উন্মোচিত হবে মর্মে  উপ-উপাচার্য প্রত্যাশা ব্যক্ত করেন।  উপ-উপাচার্য ওয়ার্কশপের সার্বিক সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের শিক্ষার্থী জনাব মোঃ গোলাম আজম। উল্লেখ্য কর্মশালায় দুটি সেশনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আরও খবর