চট্টগ্রাম প্রেস ক্লাবের নতুন স্থায়ী সদস্যদের বরণ
চট্টগ্রাম প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে অস্থায়ী থেকে স্থায়ী হওয়া ১৫ জন সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে প্রেস ক্লাবের পিএইচপি ভিআইপি লাউঞ্জে প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী।
যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি তপন চক্রবর্তী এবং প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সালাহউদ্দিন মো. রেজা।
আলী আব্বাস বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ লালন করে চট্টগ্রাম প্রেস ক্লাব। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংবাদিকদের এই ঐতিহ্যবাহী সংগঠনে আজ আপনারা যারা নতুন স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন, আপনারাও মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে কাজ করবেন। আগামীতে প্রেস ক্লাবের উন্নয়নে আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। একইসঙ্গে প্রেস ক্লাবের যেকোনো কার্যক্রমে নিজেদের সম্পৃক্ত রাখার চেষ্টা করবেন।
নতুন সদস্যদের চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরীসহ ব্যবস্থাপনা কমিটির নেতারা।
এ সময় চট্টগ্রাম প্রেস ক্লাবের সহ-সভাপতি স ম ইব্রাহীম, অর্থ সম্পাদক রাশেদ মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক নাসির উদ্দিন হায়দার, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু, গ্রন্থাগার সম্পাদক মিন্টু চৌধুরী, সমাজসেবা ও আপ্যায়ন সম্পাদক মো. আইয়ুব আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আলীউর রহমান, কার্যকরী সদস্য শহীদুল্লাহ শাহরিয়ার, দেবদুলাল ভৌমিক, মনজুর কাদের মনজু, মহসিন চৌধুরী প্রমুখ।
নতুন স্থায়ী সদস্যরা হলেন শৈবাল আচার্য্য, ইফতেখার উদ্দিন, মো. শরীফুল হক চৌধুরী, মো. এমদাদুল হক, আহমেদ মুনির চৌধুরী, দীপংকর দাশ, সুবল বড়ুয়া, হুমায়ুন মাসুদ, মো. হামিদুল ইসলাম, নাজমুল আলিম সাদেকী, মো. রাজীব রায়হান, অনুপম শীল, হেলাল উদ্দিন শিকদার, জাহাঙ্গীর আলম (এসএম রানা) এবং তৃষ্ণিকা তালুকদার বড়ুয়া।
২০ দিন ১৯ ঘন্টা ২৫ মিনিট আগে
২৩ দিন ১৯ ঘন্টা ২৫ মিনিট আগে
৭৬ দিন ২৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
৭৯ দিন ৪ ঘন্টা ১৬ মিনিট আগে
৮১ দিন ২২ ঘন্টা ১৬ মিনিট আগে
৮১ দিন ২৩ ঘন্টা ২৯ মিনিট আগে
১০৩ দিন ২০ ঘন্টা ৫০ মিনিট আগে
১০৪ দিন ২১ ঘন্টা ৫৭ মিনিট আগে