চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে কিডনি ডায়ালাইসিসের ফি বাড়ানোর প্রতিবাদে সড়ক অবরোধ করেছে রোগীরা ও স্বজনেরা।
১০ জানুয়ারি ( মঙ্গলবার) সকাল ১১টার চমেক হাসপাতালের মূল ফটকের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তাঁরা।
যার ফলে হাসপাতালের সামনে প্রধান সড়কের উভয় পাশে তীব্র যানজটের স্পৃষ্টি হয়। এসময় আন্দোলনরত রোগী ও রোগীর স্বজনরা দাবি আদায় না হাওয়া পর্যন্ত আন্দোলন চলিয়ে যাওয়ার ঘোষণা দেন।
এর আগে গত ৮ জানুয়ারি কিডনি ডায়ালাইসিসে ফি বাড়ানোর প্রতিবাদে আন্দোলন শুরু করে রোগীরা। এসময় তারা কিডনি ডায়ালায়সিসি সেন্টারে গেইটে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
প্রসঙ্গত, স্যানডোর এতদিন দুটি মূল্যে ডায়ালাইসিস সেবা দিতো। এর মধ্যে ভর্তুকির যে সেবা দিতো, তার মূল্য ছিল ৫১০ টাকা। তা বেড়ে এখন ৫৩৫ টাকা হয়েছে। এছাড়া ভর্তুকি বাদে ২ হাজার ৭৮৫ টাকায় যে ডায়ালাইসিস সেশন চালাত, তা বেড়ে করা হয়েছে ২ হাজার ৯৩৫ টাকা। আবার যাঁরা মাসে আটটি সেশন ভর্তুকি মূল্যে ডায়ালাইসিস করাতে পারতেন, তাঁদের এখন থেকে অর্ধেক পুরো ফিতে করতে হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত দিয়েছে। এ কারণে রোগী ও স্বজনেরা আগের ফি ও ভর্তুকি সেশন আগের মতোই বহাল রাখার দাবি জানিয়ে আসছেন।
এদিকে সড়ক অবরোধ সম্পর্কে
চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসানের দৃষ্টি আকর্ষণ করলে বিষয়টি তাঁর জানা নেই বলে জানায়।
২০ দিন ১৭ ঘন্টা ৪ মিনিট আগে
২৩ দিন ১৭ ঘন্টা ৫ মিনিট আগে
৭৬ দিন ২১ ঘন্টা ২৪ মিনিট আগে
৭৯ দিন ১ ঘন্টা ৫৬ মিনিট আগে
৮১ দিন ১৯ ঘন্টা ৫৫ মিনিট আগে
৮১ দিন ২১ ঘন্টা ৯ মিনিট আগে
১০৩ দিন ১৮ ঘন্টা ৩০ মিনিট আগে
১০৪ দিন ১৯ ঘন্টা ৩৬ মিনিট আগে