শনিবার সকাল থেকেই শ্রেণিগত ভেদাভেদ ভুলে অস্থায়ী স্টলগুলো সেজেছে বাহারি রঙিন জামা আর গরম কাপড়ে। চাইলেই মাত্র এক টাকা মূল্যে টুক করে নিয়ে নেওয়া যায় পছন্দের শীতপোশাকটি।
মাঠের একপাশে বানানো হচ্ছে শীতের পিঠে-পুলি। হালের কায়দায় যাকে বলে Live Pitha Counter! আর অন্যপাশে একঝাঁক শিশুরা কলকাকলিতে মেতেছে নৌকোর নাগরদোলায়। পথশিশুদের জন্য এই উৎসবটি শীত উৎসব পাশাপাশি ইচ্ছে-পূরণের উৎসব ও খুশির উৎসব বটে।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, উপ-পুলিশ কমিশনার সদর আব্দুল ওয়ারীশসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিদ্যানন্দের স্বেচ্ছাসেবকবৃন্দ।
২০ দিন ১৭ ঘন্টা ৭ মিনিট আগে
২৩ দিন ১৭ ঘন্টা ৭ মিনিট আগে
৭৬ দিন ২১ ঘন্টা ২৭ মিনিট আগে
৭৯ দিন ১ ঘন্টা ৫৮ মিনিট আগে
৮১ দিন ১৯ ঘন্টা ৫৭ মিনিট আগে
৮১ দিন ২১ ঘন্টা ১১ মিনিট আগে
১০৩ দিন ১৮ ঘন্টা ৩২ মিনিট আগে
১০৪ দিন ১৯ ঘন্টা ৩৯ মিনিট আগে