সৈয়দ নজরুল ইসলাম বলেন, উদ্যোক্তাগণ শিল্পপ্রতিষ্ঠান স্থাপনপূর্বক তা পরিচালনার জন্য বিভিন্নস্তরে চাহিদা মোতাবেক প্রয়োজনীয় জনবল নিয়োজিত রাখেন। এক্ষেত্রে উক্ত প্ল্যান্টেও অগ্নি নিরাপত্তা সংশ্লিষ্ট কাজে নির্ধারিত কর্মকর্তা নিয়োজিত ছিল। অগ্নি দুর্ঘটনা পরবর্তীতে যথাযথ তদন্তপূর্বক জড়িতদের চিহ্নিত না করেই একজন শিল্পোদ্যোক্তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একতরফাভাবে অপমানজনকভাবে কোমরে রশি বেঁধে আদালতে উপস্থাপন করায় শিল্পমালিক মহলে ভীষণ ক্ষোভের সৃষ্টি হয়েছে। এতে বিভিন্ন শ্রেণির শিল্প উদ্যোক্তাগণ চরম হতাশা ব্যক্ত করেছেন। এছাড়া এ ধরনের কমকাণ্ড সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে ব্যবসায়ী সমাজকে ক্ষেপিয়ে তোলার পাঁয়তারা বা সাবোটাজ কিনা তাদ খতিয়ে দেখা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।
উল্লেখ্য গত বুধবার (১৫ মার্চ) সীমা অক্সিজেন প্ল্যান্টের পরিচালক পারভেজ উদ্দিন সান্টুকে কোমড়ে দড়ি বেঁধে আদালতে তোলার একটি ছবি গণমাধ্যমে প্রকাশ হলে এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ চারদিকে সমালোচনা শুরু হয়। দেশের শিল্পোদ্যোক্তাকে ব্যবসায়ীদের মাঝে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়।
এর ফলে রাতেই শিল্প পুলিশের এসআই অরুণ কান্তি বিশ্বাসকে ক্লোজড করা হয়। পাশাপাশি তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম শিল্প পুলিশের পুলিশ সুপার মো. সুলাইমান।
১৯ দিন ৫ ঘন্টা ৮ মিনিট আগে
২২ দিন ৫ ঘন্টা ৯ মিনিট আগে
৭৫ দিন ৯ ঘন্টা ২৮ মিনিট আগে
৭৭ দিন ১৪ ঘন্টা ০ মিনিট আগে
৮০ দিন ৭ ঘন্টা ৫৯ মিনিট আগে
৮০ দিন ৯ ঘন্টা ১৩ মিনিট আগে
১০২ দিন ৬ ঘন্টা ৩৪ মিনিট আগে
১০৩ দিন ৭ ঘন্টা ৪০ মিনিট আগে