চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা কলেজ গেইট এলাকায় যাত্রীবাহী মারসা বাস চাপায় মো:রাকিব (১৮)নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।সে ডুলাহাজারা কলেজের শিক্ষার্থী ডিগ্রি ১ম বর্ষের ছাত্র বলে জানা গেছে।
গতকাল রবিবার ২৮ মে দুপুর দেড় টার দিকে উপজেলার ডুলাহাজারা কলেজের সামনে মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় একই দিন দিবাগত রাত দেড়টার তার মৃত্যু হয়। রাকিব ডুলাহাজারা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বালুরচর এলাকার মোহাম্মদ মনছুর আলমের ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী জানান ,চট্টগ্রামমুখি বেপরোয়া গতির যাত্রীবাহী মারসা গাড়ির ধাক্কায় কক্সবাজার মুখি মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশস্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে রাত দেড়টার দিকে তার মৃত্যু হয়।
মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মাকসুদ আহামদ জানান, গাড়ির চালক পালিয়ে গেলেও মারসা গাড়িটি জব্দ আছে। শিক্ষার্থী রাকিব মোটরসাইকেল যুগে কলেজ থেকে বের হওয়ার সময় এই ঘটনা ঘটে। বিষয়টা নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১ দিন ১৬ ঘন্টা ৩৮ মিনিট আগে
১০ দিন ১৯ ঘন্টা ১৫ মিনিট আগে
১২ দিন ১৮ ঘন্টা ৫৬ মিনিট আগে
১৬ দিন ২১ ঘন্টা ১৬ মিনিট আগে
১৬ দিন ২১ ঘন্টা ১৯ মিনিট আগে
৩২ দিন ৮ ঘন্টা ২৬ মিনিট আগে
৩৪ দিন ১৯ ঘন্টা ৫৬ মিনিট আগে
৩৪ দিন ২১ ঘন্টা ১৩ মিনিট আগে