কক্সবাজার সদর উপজেলা পরিষদের সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে আটটি কেন্দ্রে ভোট ডাকাতি করেছেন বলে প্রকাশ্যে বলেছিলেন হলদিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী।
গত মঙ্গলবার রাতে কক্সবাজার পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীর পক্ষে নির্বাচনী পথসভায় এমন বক্তব্য দেন ওই চেয়ারম্যান। পরে বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আসে।
ইমরুল কায়েস কক্সবাজার সদর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান কায়সারুল হক জুয়েলকে উদ্দেশ্য করে বলেন, গত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার পক্ষে গিয়ে তোমার জন্য আটটি কেন্দ্রে আমি ভোট ডাকাতি করেছি।
ইমরুল কায়েস চৌধুরীর বক্তব্যের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নিতে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (৮ জুন) রাতে ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ৮ জুন প্রকাশিত সংবাদে কক্সবাজার পৌরসভা নির্বাচন উপলক্ষে উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব এসএম ইমরুল কায়েস চৌধুরীর বক্তব্যের বিষয়ে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে নির্বাচন কমিশনকে অবহিত করার জন্য সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়কে পত্র দিয়েছে নির্বাচন কমিশন।
১ দিন ১৬ ঘন্টা ৩১ মিনিট আগে
১০ দিন ১৯ ঘন্টা ৮ মিনিট আগে
১২ দিন ১৮ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৬ দিন ২১ ঘন্টা ৯ মিনিট আগে
১৬ দিন ২১ ঘন্টা ১২ মিনিট আগে
৩২ দিন ৮ ঘন্টা ১৮ মিনিট আগে
৩৪ দিন ১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে
৩৪ দিন ২১ ঘন্টা ৬ মিনিট আগে