ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা কুবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন যৌথবাহিনীর অভিযানে গাঁজা সহ গ্রেফতার-৩ বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা কমিটি গঠন করা হয়েছে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণঅভ্যুত্থান হয়নি: নাহিদ বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে মাভাবিপ্রবি ভেতরে পরীক্ষা, বাইরে অপেক্ষা আর উৎকণ্ঠা রামগড়ে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১ আহত ৭ কুবিতে ১২টি কেন্দ্রে একযোগে চলছে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক, অস্ত্র ও কার্তুজ উদ্ধার ঈশ্বরগঞ্জে ওয়াইপিএজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ক্ষমা ও ক্ষতিপূরণের বাংলাদেশের দাবির উল্লেখ নেই পাকিস্তানের ভাষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠ আজ লালপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের দিন বদলে কাজ করবে : সাবেক এমপি মোশারফ বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সামাজিক ভাবে হেয় ,অন্যায্য ভাবে আল্টিমেটামের তীব্র প্রতিবাদ কেন্দ্র ঘোষিত শ্রমিক যোগাযোগ পক্ষ পালন বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আনুলিয়ায় একশত পরিবারের

নজিবুল ইসলামের তত্ত্বাবধানে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কক্সবাজার -৩ সংসদীয় আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী,কক্সবাজার পৌর আওয়ামী লীগ সভাপতি মোঃ নজিবুল ইসলামের তত্ত্বাবধানে ৫০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হয়েছে।


শুক্রবার সকালে ইসলামপুর ইউনিয়নের নাপিতখালি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করেন কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী।


এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর আ.লীগ সভাপতি মোঃ নজিবুল ইসলাম।


কর্মসূচির উদ্বোধনকালে কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী বলেন, ‘কক্সবাজারের উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনা’র উপর আস্থা রাখুন। আগামী জাতীয় সংসদ নির্বাচনেও জনগণের প্রতিনিধি হিসেবে শত ফুলের মাঝে সুন্দর ফুলটি বেছে নিবেন জননেত্রী শেখ হাসিনা।’


কক্সবাজার -৩ সংসদীয় আসনের মনোনয়ন প্রত্যাশী ও কক্সবাজার পৌর আওয়ামী লীগ সভাপতি মোঃ নজিবুল ইসলাম বলেন, ‘বিশ্ব জলবায়ু সংকট মোকাবেলায় শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে। জনগণের জীবন মান উন্নয়নে এই জনপদের মানুষের সেবা করাই আমার লক্ষ্যে।”


ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মঞ্জুর আলম দাদার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ জাহান চৌধুরী’র সঞ্চালনায় বক্তব্য রাখেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী,জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি করিম সিকদার, কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক মো: শরিফ, সাবেক সাংগঠনিক সম্পাদক আবদুল কুদ্দুস মাখন, প্রফেসর আবচার কামাল, ইসলামপুর ইউনিয়ন যুবলীগের নুরুল আবচার শাহিন, সাবেক ইউপি সদস্য ছৈয়দ আলম প্রমুখ। উদ্বোধন অনুষ্ঠানের শুরুতে কোরান তেলওয়াত করেন নুরুল আমিন।



এদিকে শুক্রবার বিকেলে পোকখালি ইউনিয়ন বাজারে অনুষ্ঠিত কর্মসূচিতে পোকখালি ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা বক্তার আহমদের সভাপতিত্ব করেন। সভাপতি হেলাল উদ্দিনের সঞ্চালনায় কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার পৌর আওয়ামী লীগ সভাপতি মোঃ নজিবুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম, কক্সবাজার সিটি কলেজের শিক্ষক অধ্যাপক নুরুল আবছার চৌধুরী, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আজিজ বাঙালি, পোকখালি ইউনিয়ন যুবলীগের সভাপতি আ ন ম আমজাদ হোসেন, পোকখালি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইফতিখার মোহাম্মদ সুরাইম প্রমুখ।


এসময় উপস্থিত ছিলেন, কক্সবাজার পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি ডাক্তার পরিমল কান্তি দাস, পৌর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শুভ দত্ত বড়ুয়া, পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ওয়াহিদ মুরাদ সুমন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ফয়সল হুদা, পৌর আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সোহেল রানা, ৫নং ওয়ার্ড সাধারণ সম্পাদক তাজ উদ্দিন, ১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক ইয়াহিয়া খান, ১১নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আবদুল মজিদ সুমন, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আমির উদ্দিন, পৌর আওয়ামী লীগ নেতা এডভোকেট চোটন কান্তি পাল, সাগর পাল, এডভোকেট জহির ইসলাম, প্রকৌশলী অন্তিক চক্রবর্তী, রায়হান ছিদ্দিক প্রমুখ।



উল্লেখ্য, ঈদগাঁও উপজেলার ইসলামপুর এবং পোকখালী ইউনিয়নের জনগণের মাঝে প্রায় ৩ হাজার ফলজ বৃক্ষের চারা বিতরণ এবং স্কুল ও মাদ্রাসা প্রাঙ্গণে রোপণ করা হয়।

Tag
আরও খবর



ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

১৭ দিন ২২ ঘন্টা ৫৪ মিনিট আগে



কক্সবাজারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

৩৩ দিন ১০ ঘন্টা ৪ মিনিট আগে