ইতিহাসের সর্বোত্তম নির্বাচন করবে অন্তর্বর্তী সরকার : প্রধান উপদেষ্টা কুবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন যৌথবাহিনীর অভিযানে গাঁজা সহ গ্রেফতার-৩ বসুন্ধরা শুভসংঘ মনপুরা উপজেলা কমিটি গঠন করা হয়েছে একটি দলকে সরিয়ে আরেকটি দলকে বসাতে গণঅভ্যুত্থান হয়নি: নাহিদ বিশ্ব ভেটেরিনারি দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে মাভাবিপ্রবি ভেতরে পরীক্ষা, বাইরে অপেক্ষা আর উৎকণ্ঠা রামগড়ে গরুর ঘাস খাওয়া নিয়ে সংঘর্ষ, নিহত ১ আহত ৭ কুবিতে ১২টি কেন্দ্রে একযোগে চলছে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুন্দরবনে করিম শরীফ বাহিনীর ২ সহযোগী আটক, অস্ত্র ও কার্তুজ উদ্ধার ঈশ্বরগঞ্জে ওয়াইপিএজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ক্ষমা ও ক্ষতিপূরণের বাংলাদেশের দাবির উল্লেখ নেই পাকিস্তানের ভাষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠ আজ লালপুরে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের দিন বদলে কাজ করবে : সাবেক এমপি মোশারফ বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সামাজিক ভাবে হেয় ,অন্যায্য ভাবে আল্টিমেটামের তীব্র প্রতিবাদ কেন্দ্র ঘোষিত শ্রমিক যোগাযোগ পক্ষ পালন বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ভারত আনুলিয়ায় একশত পরিবারের

চিকিৎসককে মারধর, দ্বিতীয় দিনের মতো কক্সবাজার সদর হাসপাতালে কর্মবিরতি

কক্সবাজার সদর হাসপাতালের এক চিকিৎসককে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় হাসপাতালটিতে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি চলছে। আজ বৃহস্পতিবার সকালে হাসপাতালে জরুরি বিভাগ ছাড়া অন্যান্য ওয়ার্ডে কোনো চিকিৎসক দেখা যায়নি। ফলে হাসপাতালে ভর্তিকৃত প্রায় আট শ রোগী পড়েছেন বিপাকে।


সরেজমিনে দেখা যায়, সকালে আব্দুল করিম নামে এক সাপে কাটা রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এলেও সেবা না পেয়ে হাসপাতালের বারান্দা বসে আছেন। কবে মিলবে তার চিকিৎসা সেবা সেটি জানেন না তিনি। সদর হাসপাতালে কর্মবিরতি পালন করলেও বেশিরভাগ চিকিৎসকেরা বেসরকারি হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন এবং প্রাইভেটে রোগী দেখছেন বলে অনেকেই জানিয়েছেন।


এর আগে মঙ্গলবার দিবাগত রাত ১টায় হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে মারধরের শিকার হন ডা. সজীব কাজী নামের এক চিকিৎসক। হামলার শিকার সজীব হাসপাতালের মেডিকেল অফিসার ও সিসিইউতে কর্মরত ছিলেন। এ ঘটনার পর সদর হাসপাতালে কমপ্লিট শাটডাউন কর্মসূচির ডাক দেন চিকিৎসকসহ নার্স, কর্মকর্তা ও কর্মচারীরা। তবে বুধবার বেলা ১২টার পর প্রশাসন ও সেনাবাহিনীর সঙ্গে এক বৈঠকের প্রেক্ষিতে সীমিত পরিসরে জরুরি বিভাগের সেবা চালুর কথা জানান হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা. মং টিং ঞো।


এদিকে চিকিৎসক সজীব কাজীকে মারধরের চিত্র হাসপাতালের সিসিটিভি ফুটেজে ধরা পড়ে। সেখান দেখা যায়, মারা যাওয়া রোগীর স্বজন ও দূবৃত্তরা তাকে মারধর করে। একপর্যায়ে তাঁকে টেনে-হিঁচড়ে মারতে মারতে চারতলা থেকে নিচে নামায়, এরপর সেখানেও মারধর করে। এসময় হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে অন্য চিকিৎসকেরা এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে।


এরপরই হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে জরুরি বিভাগসহ কমপ্লিট শাটডাউন ঘোষণা করে চিকিৎসকেরা। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করে এবং বুধবার শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চারজনকে আটক করে।


এদিকে চিকিৎসকদের কর্মবিরতি পালন করায় বিপাকে পড়েছেন হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা জনসাধারণ। ২৫০ শয্যার এ হাসপাতালে ডেঙ্গুসহ নানা রোগের প্রায় আট শতাধিক রোগী ভর্তি রয়েছেন।


ডেঙ্গু আক্রান্ত হয়ে পৌর এলাকার সাজ্জাদ হোসেন নামে এক রোগীর স্বজন জানান, চিকিৎসা বন্ধ থাকায় তারা চরম আতঙ্কের মধ্যে রয়েছেন। নার্সরা কিছুটা সেবা দিলেও চিকিৎসক না আসায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন তাঁরা।


আন্দোলনরত মেডিকেল অফিসাররা জানান, হাসপাতালে তাঁদের কোনো নিরাপত্তা নেই। যেভাবে তাদের সহকর্মীর ওপর হামলা হয়েছে, তাতে তাঁর মৃত্যু হতে পারত। তাই যতক্ষণ তাদের নিরাপত্তা নিশ্চিত করা না হবে ততক্ষণ তারা কর্মবিরতি করবেন।


হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মং টিং ঞো বলেন, ‘মারা যাওয়া রোগীর অবস্থা ক্রিটিক্যাল ছিল। রোগীর এমন পরিস্থিতিতে তাকে কার্যকর সেবা দেওয়ার জন্য স্বজনদের দরকার হয়। কিন্তু ওই সময় স্বজনেরা উপস্থিত ছিলেন না। তারপরও চিকিৎসক সর্বোচ্চ চেষ্টা করেন, যার কোনো ঘাটতি ছিল না। তারপরও চিকিৎসকের ওপর হামলা করে মৃতের স্বজনেরা।’


হামলাকারীদের গ্রেপ্তার এবং চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কর্মসূচি চলমান রাখার কথা জানান হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান।

Tag
আরও খবর



ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকের ঢল

১৭ দিন ২২ ঘন্টা ৫৪ মিনিট আগে



কক্সবাজারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

৩৩ দিন ১০ ঘন্টা ৪ মিনিট আগে